ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে দেশের হয়ে খেলাতে নতুন নিয়ম চান লারা

টেস্ট ক্রিকেটকেই ক্রিকেটের ‘আল্টিমেট’ ফরম্যাট হিসেবে ধরা হয়। সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে এই ফরম্যাট খেলা। কিন্তু সময়ের সঙ্গে বদলে যাচ্ছে এমন সংস্কৃতি। অর্থের ঝনঝনানিতে তরুণরা ছুঁটছেন আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।
যার সর্বশেষ উদাহরণ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলবেন পাঁচ প্রোটিয়া ক্রিকেটার। সব মিলিয়ে তরুণদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি আগ্রহে হতাশ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। আইসিসির কাছ থেকে নতুন নিয়ম চান তিনি।
লারা বলেছেন, ‘দেশের হয়ে খেলাটা প্রথমে আসা উচিত। কারণ আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছি, অন্য সুযোগগুলো এমনিতেই খুলে গেছে। তরুণ ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট ছেড়ে দিচ্ছে এটা হতাশাজনক। আইসিসির একটা নিয়ম করা উচিত যে এতগুলো ম্যাচ খেললে তারপর টি-টোয়েন্টি লিগ খেলতে পারবে। কিছু একটা করা দরকার।’
কয়েকদিন আগে মারা গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। তার সঙ্গে এক সময় ভালোই দ্বৈরথ জমেছে লারার। এই তারকার শোকে সবাই মূহ্যমান। ব্যতিক্রম নন লারাও। সবসময় সব বিষয়ে স্পষ্ট থাকতেন ওয়ার্ন, এটাই জানালেন ক্যারিবীয়ান কিংবদন্তিও।
তিনি বলেছেন, ‘আমরা কিছু দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হয়েছি। কিন্তু দিনশেষে সে সবকিছু পেছনে ফেলে দেয় আর আপনার সঙ্গে ড্রিংক করতে বসে যাবে। একজন ধারাভাষ্যকার হিসেবে সে সবসময় সঠিক বিষয়ে কথা বলেছে। তার প্রভাব ইতিবাচক ছিল যেখানেই গিয়েছে।’
এমএইচ/এটি