বাংলাদেশকে জিতিয়ে ফিরতে পারলেন না লিটন

জয়টা এখন হাতছোঁয়া দূরত্বে। আর মাত্র ২৮ রান চাই বাংলাদেশের। প্রথমবারের মতো ১০ উইকেটের জয় হাতছানি দিয়ে ডাকছিল তামিম ইকবালের দলকে। তখনই অ্যান্টি-ক্লাইম্যাক্স। লিটন দাস ক্যাচ তুলে দিলেন, ফিরলেন ৪৮ রানে। বাংলাদেশকে জিতিয়ে ফেরা হলো না তার।
শুরু থেকে লিটন ছিলেন কিছুটা খোলসে ঢুকেই। বাংলাদেশের রান ১০০ আশেপাশে যখন, তখন থেকেই হাত খুলতে শুরু করেন তিনি। যেভাবে খেলছিলেন, ফিফটিটাও ছিল খুব কাছেই।
কিন্তু তখনই একটু বেশি আগ্রাসী হওয়ার লোভ সামলাতে ব্যর্থ হলেন লিটন। কেশব মহারাজকে ড্রাইভ করতে গিয়েছিলেন, কভারে থাকা টেম্বা বাভুমার মাথার ওপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন বাউন্ডারি।
তবে বলটা ঠিকঠাক তুলতে পারেননি। শর্ট কাভারে থাকা দক্ষিণ আফ্রিকান অধিনায়কের হাতে ক্যাচ তুলে দেন তাতে। ফিফটির দুই রান আগে শেষ হয় তার ইনিংস।
৫৭ বল টিকেছেন লিটন। ৪৮ রান করার পথে লিটন মেরেছেন আটটি চার। তাতে ঐতিহাসিক এক জয় থেকে বাংলাদেশ চলে এসেছে ২৮ রানের দূরত্বে।
এনইউ