সুয়ারেজ-রোনালদোর পর নেইমারের দেখাও পাচ্ছেন না মেসি?

লুই সুয়ারেজ-নেইমার এক সময় ছিলেন লিওনেল মেসির সঙ্গী, হরিহর আত্মা; আর ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন খুব কাছের প্রতিপক্ষ। তখন তাদের একসঙ্গে দেখা মিলত হরহামেশাই। সময়ের ফেরে এখন সুয়ারেজ হয়েছেন প্রতিপক্ষ আর রোনালদো-নেইমাররা চলে গেছেন ভিন্ন লিগেই। তাই তাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছাড়া আর দেখা পাওয়া মুশকিল। নেইমারের চোটে আসছে সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মেসি-নেইমারের দ্বৈরথ দেখার সম্ভাবনা পড়ে গেছে শঙ্কায়।
কায়েঁর বিপক্ষে ফরাসি কাপে ১-০ গোলে জিতেছে বটে পিএসজি, তবে দলটাকে বড় শঙ্কায় ফেলে দিয়েছে নেইমারের চোট। বার্সেলোনার বিপক্ষে ফরাসি চ্যাম্পিয়নদের ম্যাচটা আগামী মঙ্গলবার। ন্যু ক্যাম্পের সে ম্যাচে যে ব্রাজিলীয় তারকাকে খুব প্রয়োজন ছিল পিএসজির!
ফরাসি কাপে দলের একটা বড় অংশকে বিশ্রাম দিয়েছিলেন কোচ মরিসিও পচেত্তিনো। তবে নেইমার ছিলেন না সেই তালিকায়। ৫৬ মিনিটে কায়েঁ মিডফিল্ডার স্টিভ ইয়াগোর কড়া এক চ্যালেঞ্জ নেইমার আহত হন। ফলে বাধ্য হয়ে কিলিয়ান এমবাপের বদলি হিসেবে তাকে তুলে নিতে কোচ পচেত্তিনোকে।
এর আগেই অবশ্য মইস কিনের গোলে এগিয়ে ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। ১-০ গোলের জয়ের পর পিএসজি জানতে পারে, নেইমারের চোটটা কুঁচকির অ্যাডাক্টর পেশিতে। যা ন্যু ক্যাম্পের ম্যাচেও তার না খেলার চোখরাঙানি দিচ্ছে ফরাসি দলটিকে।
কোচ পচেত্তিনো অবশ্য এ নিয়ে এখনই মন্তব্য করতে সম্মত হলেন না। বললেন, ‘এখনই এটা জানা কঠিন। বৃহস্পতিবার আমরা এ নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলবো। এখন এ ব্যাপারে মন্তব্য করাটা কঠিন। বার্সেলোনার বিপক্ষে সে খেলতে পারবে কিনা? আমার আরও তথ্য প্রয়োজন। সে কি অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছে? হ্যাঁ।’
চলতি মৌসুমে আরও একবার বড় চোটে পড়েছিলেন নেইমার। গেল ডিসেম্বরের সে চোট সারিয়ে ফেরার কিছুদিন পরই আবারও চোট পেলেন ব্রাজিলীয় তারকা। কোচ পচেত্তিনো মনে করেন, পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই এমন হচ্ছে তার। বললেন, ‘নেইমার যেভাবে খেলে আর প্রতিপক্ষ যেভাবে তাকে রোখার চেষ্টা করে সেটাকে অন্য দিকে নিতে চাই না। কিন্তু আমার মতে, কিছু কিছু সময় রেফারির কাছ থেকে সুরক্ষার অভাবেও এইসব ম্যাচে চোটে পড়ে সে। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত।’
এদিকে চোটের কারণে নেইমার বার্সার মুখোমুখি হতে না পারলে মেসি আরও একটা ‘পুনর্মিলনী’ থেকে বঞ্চিত হবেন। এর আগে করোনাক্রান্ত হওয়ার কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সুয়ারেজকে পাননি মেসি, একই কারণে জুভেন্তাসের মাঠে ম্যাচটিতে রোনালদোর দেখাও পাননি বার্সা অধিনায়ক।
এনইউ