স্বাস্থ্যঝুঁকিতে এইচপি কোচের অপেক্ষা বাড়লো

টোবি র্যাডফোর্ডকে গেল বছর আগস্টে বাংলাদেশ হাইপারফর্ম্যান্স দলের কোচ করা হয়েছিল। করোনার কারণে এরপর দায়িত্ব নেয়া হয়নি ইংলিশ এই কোচের। সে অপেক্ষা আরও বাড়ল তার। এবার ‘স্বাস্থ্যঝুঁকিতে’ বাংলাদেশে আসা পিছিয়েছে তার।
দীর্ঘ করোনাসৃষ্ট বিরতির পর চলতি মাসের শেষে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ এইচপি দল। এই সিরিজ দিয়েই এইচপিতে র্যাডফোর্ড-যুগ শুরু হওয়ার কথা।
কিন্তু বাঁধ সেঁধেছে ইংলিশ কোচের মেডিক্যাল সমস্যাগুলো। যে কারণেই আপাতত দেশ ছাড়তে পারছেন না র্যাডফোর্ড। মূলত ইংল্যান্ডজুড়ে সংক্রামক করোনাভাইরাসের কারণে মানা হচ্ছে বাড়তি সতর্কতা। যে কারণে বাইরে থাকা প্রবাসীদেরও রাখা হচ্ছে নির্দেশনার অধীনে। তারই আওতায়, মেডিক্যাল কিছু সমস্যায় থাকা র্যাডফোর্ডকে পরামর্শ দেয়া হচ্ছে এখনই বাংলাদেশে না আসার।
র্যাডফোর্ডের বদলি হিসেবে চম্পকা রামানায়েকে আপাতত এইচপি দলের দায়িত্ব পেয়েছেন। তবে তাকে নিয়েও জটিলতায় পড়তে হয়েছিল বিসিবিকে। করোনাকালে তিনি বাংলাদেশে দীর্ঘ অপেক্ষা শেষে ফিরে গিয়েছিলেন দেশে। ফলে শঙ্কা ছিল তার না ফেরার। এরপর বিসিবির চিঠি গেছে তার কাছে, যাতে সাড়া দিয়েই ফিরেছেন তিনি।
আগামী ২৬ ফেব্রুয়ারি চার দিনের ম্যাচ দিয়ে শুরু আয়ারল্যান্ড উলভসের বাংলাদেশ যাত্রা। এরপর ৫, ৭ ও ৯ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল, ভেন্যু চট্টগ্রামেই। এরপর ঢাকায় ১২ ও ১৪ মার্চ দুটো ওয়ানডে ও ১৭ ও ১৮ মার্চ দুটো টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ ছাড়বে আয়ারল্যান্ডের দলটি।
এনইউ/এটি