ঝড় তুলে বিজয় থামলেন ১৮৪ রানে

আসাদুজ্জামান পায়েলের করা খাটো লেন্থের বলটি নিচু হয়ে ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের পায়ে আঘাত করে। হালকা আবেদনে ফিল্ড আম্পায়ার আঙুল তুলে নেন। আপত্তির কোনো সুযোগ ছিল না, ‘প্লাম্ব’ এলবিডব্লিউ বুঝতে পেরেই মাথা নিচু করে মাঠ ছাড়লেন বিজয়। চোখেমুখে হতাশার ছাপ। তার কারণও আছে বৈকি। ছুটেছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। তবে শেষ পর্যন্ত হলো না। ১৬ রানের আক্ষেপে পুড়ে ১৮৪ রানে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান।
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বেশ ছন্দে আছেন বিজয়। চলতি বছরের শুরু থেকে তার ব্যাটে রানের ফোয়ারা ছুটেই চলছে। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। তবে আজ (রোববার) সাভারের বিকেএসপিতে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েও আক্ষেপ সঙ্গী করে ফেরেন বিজয়।
টস হেরে ব্যাটিংয়ে এসে শুরু থেকে দারুণ ব্যাটিং করেন এই ওপেনার। দলের সংগ্রহ ১৪০ ছুঁতেই সেঞ্চুরি পেয়ে যান তিনি। ইনিংসের ১৯তম ওভারের হাসান মুরাদের চতুর্থ বলে কাভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৭৬ বলে। যেখানে বাউন্ডারি থেকে তুলে নেন ৭৬ রান। সেঞ্চুরির পর আরও আগ্রাসী হয়ে ওঠেন বিজয়। ১২০ বলে ব্যক্তিগত দেড়শ রানের মাইলফলকও স্পর্শ করে ফেলেন।
ছুটেছিলেন লিস্ট এ ক্যারিয়ারে নিজের প্রথম দ্বিশতকের দিকে। কিন্তু হলো না। বিজয় ফিরলেন ১৮৪ রানে। ১৪২ বলে ১৮ চার আর ৮ ছক্কায় করা ১৮৪ রান অবশ্য বিজয়ের এই ফরম্যাটের ক্যারিয়ার সেরা হয়ে থাকল। সঙ্গে সঙ্গী হয়ে থাকল অতৃপ্তি!
টিআইএস/এটি/এনইউ