মঙ্গোলিয়া দলের বাংলাদেশে ‘অভিষেক’

মধ্য এশিয়ার দেশ মঙ্গোলিয়া। সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো বাংলাদেশে ফুটবল ম্যাচ খেলতে এসেছে। এর আগে বঙ্গমাতা অনুর্ধ্ব ১৯ পর্যায়ে মঙ্গোলিয়ার নারী দল এসেছিল।
জাতীয় পুরুষ ফুটবল দল মঙ্গোলিয়ার বিপক্ষে এর আগে দু’টি ম্যাচ খেলেছিল। ২০০২ বিশ^কাপ বাছাইয়ের ম্যাচ দু’টো হয়েছিল কেন্দ্রীয় ভেন্যু সৌদি আরবে। মঙ্গোলিয়া দলের বাংলাদেশে সফর করা হয়নি। বাংলাদেশ মঙ্গোলিয়ার বিপক্ষে পুনরায় খেলছে দুই দশক সময়ের পর। প্রথমবার মঙ্গোলিয়া বাংলাদেশের মাটিতে খেলবে।
গতকাল রাতে মঙ্গোলিয়া ফুটবল দল ঢাকায় পৌছায়। আজ সকালে বিমানযোগে সিলেটে যায়। বিকেলে সিলেটে মঙ্গোলিয়া সন্ধ্যায় অনুশীলন করেছে। বাংলাদেশ দল বিকেলে অনুশীলন করেছে। অনুশীলন শেষে বাংলাদেশের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত মালদ্বীপ ব্যর্থতা থেকে ঘুরে দাড়ানোর আশা করেছেন, ‘আমরা জিততেই গিয়েছিলাম মালদ্বীপ। জিততে পারিনি। এখন ঘরের মাঠে খেলব। এখানে ফুটবলপ্রেমীদের জয় উপহার দিতে চাই।’
এজেড/এমএইচ