বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠেছে ঢাকা ট্রিবিউন। আগামীকাল টুর্নামেন্টের অন্য সাত কোয়ার্টার ফাইনালিস্ট নিশ্চিত হবে। সোমবার দ্বিতীয় দিনের খেলায় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে জাগো নিউজ, চ্যানেল আই, দৈনিক প্রথম আলো, বৈশাখী টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, ডেইলি স্টার ও বাংলাভিশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে সোমবার মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
গতকাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ঢাকা পোস্ট। আজ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৈশাখী টিভির বিপক্ষে হেরে যায় তারা। প্রথমার্ধে ঢাকা পোস্ট ০-১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে। বিজয়ী দলের শামীম হাসান ২টি গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন। আগামীকাল বৈশাখী টিভি ৭১ টিভির বিপক্ষে খেলবে। বৈশাখী টিভি ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠবে। ৭১ টিভি বৈশাখী টিভিকে পরাজিত করলে তিন দলেরই সমান তিন পয়েন্ট হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারিত হবে।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন আজ পরপর দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ডেইলি সানকে ২-০ গোলে হারায় তারা। অধিনায়ক ফজলে রাব্বী মুন দুটি গোল করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। দ্বিতীয় খেলায় ঢাকা ট্রিবিউন টাইব্রেকারে হারায় জিটিভিকে। দুই দলের নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র থাকে। এরপর টাইব্রেকারে ৬-৫ গোলে জিটিভিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ঢাকা ট্রিবিউন। এই ম্যাচেও ম্যাচ সেরা নির্বাচিত হন অধিনায়ক ফজলে রাব্বী মুন।
জাগো নিউজ অধিনায়ক মনিরুজ্জামান উজ্জলের জোড়া গোলে হারায় কালের কণ্ঠকে। চ্যানেল আই মিলন মল্লিকের একমাত্র গোলে হারিয়েছে টি স্পোর্টসকে। দৈনিক প্রথম আলো ২-০ গোলে হারিয়েছে দৈনিক সমকালকে। ম্যাচসেরা নির্বাচিত হন প্রথম আলোর মেহেদী হাসান রোমেল। মাছরাঙা টেলিভিশন মাহমুদুলের একমাত্র গোলে হারায় দৈনিক জনকণ্ঠকে।
বৈশাখী টেলিভিশন ঢাকা পোষ্টের বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করে। একই ব্যবধানে ডেইলি স্টার হারিয়েছে দৈনিক ইনকিলাবকে। দলের গোলরক্ষক আশফাক আল মুশফিক ম্যাচসেরা নির্বাচিত হন।
মানবজমিন নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না থাকায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী বাংলাভিশনকে ২-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।
জাতীয় ফুটবল দলের দুই সাবেক অধিনায়ক কায়সার হামিদ ও আলফাজ আহমেদ এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বিভিন্ন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন।
এজেড/এনইউ