শ্বেতাঙ্গ নন বলে সালাহকে বেশি টাকা দিচ্ছে না লিভারপুল

মোহামেদ সালাহ লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে দলকে এনে দিয়েছেন একগাদা সাফল্য। নিজে বনেছেন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। তার চুক্তির বাকি আর এক বছর, এমন সময় এসে নতুন চুক্তি নিয়ে রীতিমতো অচলাবস্থা সৃষ্টি হয়েছে লিভারপুল আর তার মধ্যে। সাবেক আফ্রিকান তারকা ফুটবলার হাজি দিউফ মনে করেন, সালাহর এই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র গায়ের রঙের কারণে। সালাহ শ্বেতাঙ্গ নন বলেই তাকে বেশি টাকা দিচ্ছে না লিভারপুল, অভিমত তার।
২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে সালাহ করেছেন ১৫০’রও বেশি গোল। তবে এরপরও সালাহ এখানে ন্যায্য অর্থ পাবেন না বলে জানালেন সাবেক সেনেগাল ফরোয়ার্ড। বললেন, ‘সালাহকে বুঝতে হবে যে সে একজন আফ্রিকান। ইউরোপিয়ানদের যেভাবে দেখা হয়, তাকে তারা সেভাবে দেখবে না। অন্যদের মতো তাকে তারা সেরা চুক্তিটা দেবে না।’
ইংলিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, লিভারপুলের কাছে প্রতি মৌসুমে ১ কোটি ৭০ লাখ ইউরো চাইছেন সালাহ। তবে লিভারপুল মোটেও ১ কোটি ইউরোর বেশি দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতে সালাহর সামনে আছে বেশ শীর্ষ পর্যায়ের কিছু ইউরোপীয় ক্লাবে খেলার সুযোগ। ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, তাকে চাইছে বার্সেলোনা, তবে আরও বেশ কিছু বিকল্প আছে লিভারপুলের মিসরীয় তারকার সামনে।
তবে এমন পরিস্থিতিতেও সালাহর লিভারপুল ছাড়া উচিত হবে না বলেই জানালেন হাজি দিউফ। বললেন, ‘আমি সালাহ হলে আমি লিভারপুলেই থেকে যেতাম। এখানে সে আরও বেশি অর্থ আয় করতে পারবে। সাদিও মানের মতো সেও ক্লাবের সেরা খেলোয়াড়। তাকে নিয়ে লিভারপুল অনেক শিরোপা জিততে পারবে। তার বয়স ২৯। আমি তাকে বলবো আরও চার মৌসুম লিভারপুলের হয়ে খেলতে।’
কেন ক্লাব ছাড়তে না করছেন সালাহকে, সে বিষয়টাও জানিয়ে দিয়েছেন হাজি দিউফ। সাবেক লিভারপুল তারকা বেইন স্পোর্টসকে দেওয়া সেই সাক্ষাৎকারে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার মানে হচ্ছে তাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে।’
তবে তাকে ক্লাবে রাখার ক্ষেত্রে লিভারপুলেরও কিছুটা নমনীয় হওয়ার পরামর্শ দেন তিনি। এখন পর্যন্ত জানা যাচ্ছে, সালাহর চাওয়া বেতনই মূলত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তার চুক্তি নবায়নের।
এনইউ