নিউজিল্যান্ডে তামিমদের মানসিক চাপ নিয়ে চিন্তিত বিসিবি

নতুন বাস্তবতায় দাঁড়িয়ে বিশ্ব। করোনা মহামারি বদলে দিয়েছে পুরো পৃথিবীর চিত্র। বাদ যায়নি ক্রিকেটও। জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থেকে এখন ক্রিকেট মাঠে খেলতে নামতে হয় দলগুলোকে। প্রথমে দুই ঘরোয়া টুর্নামেন্টের পর জৈব সুরক্ষা বলয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে।
নতুন বাস্তবতার এই পৃথিবীতে এবার ঘরের বাইরেও খেলতে নামবে টাইগাররা। চলতি মাসের শেষদিকে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবেন তামিম ইকবালরা। এই সিরিজে খেলোয়াড়দের মানসিক চাপ থেকে দূরে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ব্যাপারে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান্স আকরাম খান মিরপুরে বৃহস্পতিবার বলেন, ‘নিউজিল্যান্ড আমাদের দুইটা অপশন দিয়েছিল। আমরা ম্যানেজম্যান্টের সঙ্গে বসে অপশন বি বেছে নিয়েছি। এই জন্য ওরা খেলাটা সাতদিন পিছিয়েছে। খুব সম্ভবত আমরা ২৪ তারিখ ওখানে যাচ্ছি।’
জৈব সুরক্ষা বলয়ে সবকিছুই কঠিন হয়ে পড়েছে। অনুশীলনেও মানতে হচ্ছে নানা বিধিনিষেধ। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ যাতে এই ব্যাপারে কিছুটা ছাড় পায় সেটার জন্য বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আকরাম খান।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা গিয়ে নিয়মিত থাকবে। এই করোনা পরিস্থিতিতে আইসোলেশনে থাকাটা মানসিকভাবে খুব কঠিন। একে তো খেলার চিন্তা তার মধ্যে আবার এমন মানসিক চাপ। সেটা নিয়ে আমরা আলোচনা করে নিউজিল্যান্ডকে বলব যাতে প্লেয়াররা আরেকটু বেশিদিন অনুশীলন করতে পারে, আরেকটু বাড়তি সুযোগ সুবিধা পায়।’
এমএইচ/এটি/টিআইএস