ক্য শৈ হ্লা’র প্যানেল পাস

ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে ভোটের দিন সব পক্ষ উপস্থিত থাকলেও ভোট দেননি কেউ। কারাতে ফেডারেশনের নির্বাচনে যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য বাদে বাকি পদগুলো আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছিল। গতকাল দুই যুগ্ম সম্পাদকের বিপরীতে তিন জন ও ১৬ সদস্য বিপরীতে ১৮ জন প্রার্থী ছিলেন। এই দুই পদে ভোটাভুটি হয়।
নয়না চৌধুরী ও টুলু শামস যুগ্ন সম্পাদক নির্বাচিত হন। এরা সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লার প্যানেল থেকে নির্বাচিত হয়। ১৬ জন নির্বাহী সদস্যও তার প্যানেল থেকে জয়লাভ করে। স্বতন্ত্র প্রার্থীরা জিততে পারেনি৷ নির্বাচন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে গতকাল উৎসবমুখর পরিবেশ ছিল।
কারাতে ফেডারেশনের নির্বাচনে পুরো প্যানেলই পাস করেছে মোয়াজ্জেম-ক্যা শৈ হ্লা পরিষদ। সাধারণ সম্পাদক পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। সহসভাপতি পদে মোয়াজ্জেম হোসেন সেন্টু, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান ও রাকিবুল আলম এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। ২৪ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ।
এজেড/এটি