দেশি কোচেই ভরসা রাখতে হচ্ছে ব্রাদার্সকে

ব্রাদার্স ইউনিয়নে গত মৌসুমে কোচ ছিলেন ইরানি বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পার্কাস। এবারও ক্লাবটির সঙ্গে তার কথা বার্তা চূড়ান্ত। তবে ২২ ডিসেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে দেশি কোচের ওপরই ভরসা রাখতে হচ্ছে ব্রাদার্সকে।
ফেডারেশন কাপে বিদেশি কোচের আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহী। তিনি বলেন, ‘সে এখন জার্মানিতে রয়েছে। জার্মানিতে লকডাউন, ফ্লাইট জটিলতাও রয়েছে কিছুটা। লিগের আগে আশা করি রেজা পার্কাস আসবেন।’
ফেডারেশন কাপে সম্ভাব্য কোচ সম্পর্কে ব্রাদার্সের শীর্ষ এই কর্মকর্তা বলেন,‘আমাদের অনেক সাবেক ফুটবলার রয়েছে। এর মধ্যে লাভলু ভাই, মিরাজ ও ওয়াসিম ভাই রয়েছেন। তাদের মধ্যে একজন কোচ হবেন।’
মহিদুর রহমান মিরাজ কোচিং করালেও তিনি বাফুফের নির্বাহী সদস্য। তিনি সরাসরি ডাগ আউটে থাকতে পারবেন না। তবে অনুশীলন করাতে পারেন।
এজেড/ এমএইচ