উইকেটের চরিত্র বুঝতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশের টেস্ট একাদশ এখন হয়ে পড়েছে, পুরোপুরি স্পিন নির্ভর। চট্টগ্রাম টেস্টের দলে একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান। সেটা নিয়ে সমালোচনা হয়েছিল অনেক। দ্বিতীয় টেস্টের একাদশে তাই আশা ছিল দুই পেসার দেখার। তবে সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। মুস্তাফিজের পরিবর্তে ঢাকা টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন আবু জায়েদ চৌধুরী। প্রথম দিনের পাঁচ উইকেটের দুটিই নিয়েছেন তিনি। তবুও মিরপুরের উইকেট নিয়ে খুশি নন এই পেসার।
তিনি বলেন, ‘যেরকম আশা করেছিলাম, ওরকম ছিল না। উইকেট এখনও ফ্ল্যাট আছে। আমার কাছে মনে হয় আমরা যে রকম আশা করেছিলাম, উইকেট ওই রকম না। উইকেটটা ফ্ল্যাট, আরও সময় লাগবে উইকেটে টার্ন করতে এবং আমরা যেটা আশা করছি সেটা পেতে।’
পুরো দিনে ১৮ ওভার হাত ঘুরিয়ে ৪৬ রান দিয়ে দুই উইকেট পান রাহী। নিয়ন্ত্রিত বোলিংই ক্যারিয়ারের শুরু থেকে তার মূল অস্ত্র। এখনো পর্যন্ত ৯ টেস্টে মাঠে নেমে ২৪ উইকেট পেয়েছেন এই পেসার। লাইন ও লেংথ ঠিক রেখে বল করাই মূল উদ্দেশ্য থাকে বলে জানান রাহী।
তিনি বলেন, ‘আমি যে গতিতে বল করি, সেটা একটু কম। আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আমার লেংথ এবং লাইন ঠিক রাখতে হবে। এবং আমি যখন বোলিং করি, তখন আমার মাথায় থাকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাকে লেংথ এবং লাইনে বোলিং করতে হবে। এছাড়া আমার কাছে কোনো বিকল্প নেই। আমি এটাই মাথার মধ্যে রেখে বোলিং করি।’
এমএইচ/টিআইএস