সাদমানকে হারিয়ে অস্বস্তি নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

সেশনের বাকি ছিল পাঁচ ওভার মতো। বাংলাদেশের ইনিংস ওপেন করতে আসা মাহমুদুল হাসান আর সাদমান ইসলাম এর আগ পর্যন্ত প্রোটিয়া বোলারদের সামলাচ্ছিলেন দেখেশুনেই। তবে এরপরই যেন ছন্দপতন হলো সাদমানের। সাইমন হারমারের বলে বোল্ড হয়ে ফিরলেন তিনি। তার ফেরার সঙ্গে সঙ্গে একটু আগেভাগেই ডেকে দেওয়া হলো চা বিরতি।
সেশনের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ৮ উইকেট খুইয়ে ৩১৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া প্রোটিয়াদের নবম উইকেটটা তুলে নেয় সেশনের চতুর্থ ওভারেই। লিজাড উইলিয়ামসকে স্লিপে মাহমুদুল হাসানের ক্যাচ বানান খালেদ আহমেদ। চলে এসেছিলেন পাঁচ উইকেট শিকারের খুব কাছেও।
তবে এরপরই দারুণ প্রতি আক্রমণে বাংলাদেশকে অস্বস্তি ফিরিয়ে দিতে থাকে দক্ষিণ আফ্রিকার লেজের দুই ব্যাটার সাইমন হারমার আর ডুয়ান অলিভিয়ের। দুজনের শেষ উইকেট জুটি দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় ৩৫ রান। তাতে ৩৩২ রানে নবম উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা তুলে ফেলে ৩৬৭ রান। মিরাজের কল্যাণে সে রানে দক্ষিণ আফ্রিকাকে রুখতে পারে বাংলাদেশ। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অলিভিয়ের।
প্রোটিয়াদের ৩৬৭ রানের জবাবটা বাংলাদেশ দিচ্ছিল স্থিতধী শুরুর মাধ্যমে। দুই ওপেনার মাহমুদুল ও সাদমান বেশ সমঝে চলছিলেন দক্ষিণ আফ্রিকান বোলারদের। ইনিংসের ১১তম ওভারে ঘটল বিপত্তিটা। হারমারের বল হঠাৎই নিচু হয়ে ভাঙে সাদমানের রক্ষণ, ভাঙে স্টাম্পও। ৩৩ বলে ৯ রানে বিদায় নেন তিনি। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ২৫ রানে। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই ডাকা হয়েছে চা বিরতি। যার ফলে এই সেশনে খেলা হলো ২৫.৩ ওভার।
এনইউ