নিজেকে নিয়ে মোটেও চিন্তিত নই: মুমিনুল

ডারবান টেস্ট হারের পর প্রশ্ন উঠেছে খোদ অধিনায়ক মুমিনুল হকের ব্যাটিং কৌশল নিয়ে। দেশের বাইরে একেবারেই রান পাচ্ছেন না তিনি। সঙ্গে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে এসব নিয়ে একেবারেই চিন্তিত নন মুমিনুল।
আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, ‘ওনাকে (মুশফিক) নিয়ে কোন চিন্তাই করি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুত কামব্যাক করবে। আর আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কি হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কি হবে সেটার দিকে তাকাচ্ছি।’
আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়ার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের বিষয়ে দলের ভাবনা প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘অবশ্যই আমি জেতার জন্য খেলব। প্রতি সেশন শতভাগ দিয়ে খেলব। আমরা যদি খুব বেশি অন্য বিষয়ে কান দেই... সেসব চিন্তা না করে অন্তত ১২-১৩ সেশন কিভাবে জিততে পারি সেই চিন্তা নিয়ে এগোতে চাই।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো ওয়ানডে জয়ের সুখস্মৃতি ছিল না বাংলাদেশ দলের। এবার সে আক্ষেপ তো ঘুচলই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন ঐতিহাসিক সাফল্যর নায়ক পেসার তাসকিন আহমেদ। ১-১ সমতায় থাকার পর শেষ ওয়ানডেতে একাই গুঁড়িয়ে দেন প্রোটিয়াদের। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাঁধে চোট নিয়েই লড়াই করেন তাসকিন। পেইন কিলার নিয়ে, কাঁধে স্কচটেপ পেঁচিয়ে বোলিং করেন।
তবে কাঁধের সে ব্যথা বাড়ায় টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাওয়া যাবে না এই ডানহাতি পেসারকে। চোট নিয়ে বুধবার দেশে ফিরে এসেছেন তিনি। তাসকিন বাংলাদেশ দলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটি বোঝাতে গিয়ে অধিনায়ক মুমিনুল হক জানালেন, তাসকিনের জায়গায় যে খেলবে সে অবশ্যই বুঝবে কতটা চ্যালেঞ্জিং। মুমিনুল মনে করেন, তাসকিনের জায়গা নিয়ে তার মতো পারফর্ম করা মোটেও সহজ নয়।
বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুলের ব্যাখ্যা, ‘তাসকিন টেস্ট ক্রিকেটে আসার পর থেকে নিয়মিত পারফর্ম করছে। অবশ্যই তাসকিনকে আমরা মিস করব। তার জায়গায় যে খেলবে তার জন্য খুব চ্যালেঞ্জ হবে। তাসকিন অনেক কষ্ট করেছে। তার জায়গায় যে খেলবে সে অবশ্যই এটা বুঝতে পারবে।’
টিআইএস/এনইউ