পিএসজিতে থেকে যাওয়াই সেরা হবে এমবাপের জন্য

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যাবেন নাকি থেকে যাবেন পিএসজিতেই- এই আলোচনা ফুটবল দুনিয়ায় অনেকদিনের। ফরাসি তারকাকে ধরে রাখতে একের পর এক প্রস্তাব দিয়ে যাচ্ছে পিএসজি। আর এমবাপে খেলতে চান রিয়াল মাদ্রিদে, এই কথা বেশ স্পষ্ট।
শোনা যাচ্ছিল, চলতি মৌসুম শেষে এমবাপের রিয়ালে যোগ দেওয়া অনেকটাই নিশ্চিত। তবে এখন নাকি এমবাপে প্রায় ১৫০ মিলিয়ন ইউরো চুক্তির বোনাস ও ৪০ মিলিয়ন বেতনের প্রস্তাব দিয়েছে পিএসজি। এর মধ্যে তার একটি সাক্ষাৎকারের পর গুঞ্জনটা বেড়েছে আরও। তিনি যেখানে বলেছেন, ‘পিএসজিতে থেকে যাওয়াও সম্ভব।’
এমবাপের থাকা নিয়ে প্রশ্ন করা হয় পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনোকে। তিনি বলেছেন, ‘যখন এমবাপে আপনার সামনে থাকবে তখন তাকে জিজ্ঞেস করতে পারেন এই প্রশ্ন। কোচ হিসেবে, তার ও ক্লাবের জন্য আমরা সেরাটাই চাই। ক্লাবের জন্য সেরা ব্যাপার হচ্ছে তার থাকা, একই ব্যাপার এমবাপের জন্যও। একটা আলোচনা চলছে।’
লিগ ওয়ানে ক্লেরমন্টের বিপক্ষে ম্যাচে থাকছেন না পিএসজির নিয়মিত অধিনায়ক মার্কইনিওস। তার বদলে এমবাপে অধিনায়ক হতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে পচেত্তিনো বলেছেন, ‘কিলিয়ান আমাদের বিবেচনায় আছে, অন্য সাধারণ ফুটবলারদের মতোই।’
পিএসজির আরেক বড় তারকা নেইমার। বার্সেলোনা থেকে মোটা অঙ্কের অর্থ খরচ করে তাকে দলে নেয় পিএসজি। ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি। চলতি মৌসুমে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে ছিলেন ইনজুরিতে। ২২ ম্যাচে পেয়েছেন কেবল ৭ গোল। নেইমার ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন নাকি এমন প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে।
জবাবে পচেত্তিনো বলেছেন, ‘আমার এই ধরনের প্রশ্ন পছন্দ না। পিএসজি নেইমারকে তার মানের জন্য কিনেছে, যেটা এখনও আছে। সে বেশ কয়েকটি ইনজুরিতে ভুগেছে। ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছে আর তার এখন ছন্দ দরকার। অন্য অ্যাটাকিং ফুটবলারদের মতো তারও আত্মবিশ্বাস দরকার। সময়ের সঙ্গে সে এটা দেখাবে।’
এমএইচ