মেসির পেলেকে ছোঁয়ার দিনে আবারও ড্র বার্সার

ক্লাব ক্যারিয়ারের ৬৪৩তম গোল। তাতে ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে। তবুও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির আক্ষেপই হওয়ার কথা। এ উপলক্ষ্যটাকে যে জয় দিয়ে রাঙাতে পারেননি! ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ ড্র করে লা লিগা পুনরুদ্ধারের দৌড়ে আরও পিছিয়েই পড়েছে কাতালান দলটি।
চলতি মৌসুমে বার্সেলোনার প্রধান সমস্যা প্রতিপক্ষ বিপদসীমায় নিজেদের নিষ্ক্রিয়তা। সে ধারাবাহিকতা দলটি ধরে রেখেছিলো ভ্যালেন্সিয়ার বিপক্ষেও। শুরুর ২০ মিনিটে মেসিদের পায়ে বলের দখল ছিলো ৮০ শতাংশ, তবুও ভ্যালেন্সিয়া রক্ষণ ভাঙতে পারেনি দলটি। উলটো ২৮ মিনিটে কর্নারে বিপদ ডেকে এনেছে নিজেরাই। কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে সফরকারীদের এগিয়ে দেন প্রায় অরক্ষিত অবস্থায় থাকা মুক্তার দিয়াখাবি।
গোল হজমের পরই অবশ্য কাতালানদের আক্রমণে ধার বাড়ে। প্রতি আক্রমণে ভ্যালেন্সিয়াও অবশ্য কম ত্রাস ছড়াচ্ছিল না, ৪৩ মিনিটে মার্ক আন্দ্রে টের স্টেগেনের দারুণ রিফ্লেক্সে করা সেভটি না হলে বিরতির আগে ২-০ ব্যবধানেই পিছিয়ে পড়তো কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
এরপরই আসে মেসির সেই মাহেন্দ্রক্ষণ, তবে তাতে ছিলো রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কালিমা। বিরতির ঠিক আগে মেসির থ্রু বল পেয়ে ভ্যালেন্সিয়া বিপদসীমায় ঢুকে আয়ত্বে নিতে চেয়েও পারেননি ফরোয়ার্ড অ্যান্টোয়ান গ্রিজমান, পেছন থেকে হোসে গায়ার ধাক্কা পেয়ে পড়ে যান তিনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান, আর গায়াকে দেখান লাল কার্ড। পরে ভিএআর পরীক্ষার পর অবশ্য লাল কার্ড বদলেছে হলুদ কার্ডে, তবে পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে।
মেসির পেনাল্টি ভ্যালেন্সিয়া গোলরক্ষক হাউমে ডমেনেখ ঠেকান দারুণ রিফ্লেক্সে। তবে ফিরতি সুযোগে জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান মেসি।
বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতায় ৬৪৩তম গোলটি করে পেলের রেকর্ডে ভাগ বসান মেসি। তবে সান্তোসের হয়ে পেলের করা কীর্তিটি ছুঁতে আর্জেন্টাইন তারকা সময় নিয়েছেন দুটো মৌসুম কম। সান্তোসের হয়ে ব্রাজিলীয় কিংবদন্তি ৬৪৩ গোল করতে খেলেছিলেন ১৯টি মৌসুম, মেসি সেটা ছুঁয়ে ফেললেন ১৭তম মৌসুমে।
৫২ মিনিটে রোনাল্ড আরাউহোর দারুণ এক গোলে এগিয়ে জয়ের দারুণ সম্ভাবনাই জাগায় বার্সা। এর মিনিট তিনেক পর ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েটের শটটা ভ্যালেন্সিয়া গোলরক্ষক যদি ফেরাতে না পারতেন, ম্যাচের দখলটা তখনই চলে যায় কাতালানদের হাতে।
তবে ভ্যালেন্সিয়াকে সে শঙ্কা থেকে রক্ষা করেন ম্যাক্সি গোমেজ। যোগানটা এসেছিলো প্রথম গোলের খলনায়ক হোসে গায়ার পা থেকে। ২-২ সমতায় ফিরে বার্সা বেশ কবার সুযোগ পেয়েছিলো এগিয়ে যাওয়ার। তবে সে ক’বারও বার্সার পথের কাঁটা হয়ে দাঁড়ান গোলরক্ষক ডমেনেখ। ফলে টানা দুই জয়ের পর আবারও ড্রয়ে বাধ্য হন মেসিরা।
চলতি লিগে এ নিয়ে সপ্তম ম্যাচে পয়েন্ট খোয়ালো। ১৩ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে দলটি।
দিনের অন্য ম্যাচে এলচেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লুই সুয়ারেজের জোড়া গোলের কল্যাণে পাওয়া জয়টি তাদের শীর্ষথানে অবস্থান আরও পোক্ত করেছে । ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৯।
এনইউ