সেঞ্চুরি মিস করে গণিত ক্লাসে ফিরতে চান মালান

ইংল্যান্ডের সামনে ১৯২ রানের বড় লক্ষ্যই দিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অথচ সেটিকে একদম সহজ বানিয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারিরা। এতে বড় কৃতিত্ব ছিল তিন নম্বরে খেলতে নামা ডেভিড মালানের।
ম্যাচ জয়ের সঙ্গে ব্যক্তিগত একটি মাইলফকও স্পর্শ করার সুযোগ ছিল তার সামনে। এই ম্যাচে তিনি পেতে পারতেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দলের জয়ের জন্য তখন বাকি আর মাত্র এক রান, হাতে আছে ১৫ বল। মালান তখন অপরাজিত ছিলেন ৯৮ রানে।
ধীরস্থিরভাবে খেলে একটি বাউন্ডারি হাঁকালেই দলের জয় নিশ্চিতের সঙ্গে পূর্ণ হতো মালানের সেঞ্চুরি। তিনি সে সময় নিলেন সিঙ্গেল। তাতে সেঞ্চুরি করা হয়নি তার। এটা কি ইচ্ছে করেই করেছেন নাকি হিসাবের গড়মিল এমন প্রশ্ন ছিল অনেকের মনে।
ম্যাচশেষে মালান জানিয়েছেন হিসাবের গড়মিলের কারণেই এমনটি হয়েছে। সঙ্গে একটু রসিকতাও করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। মজা করেই তিনি জানিয়েছেন তাকে আবার ফিরে যেতে হবে গণিত ক্লাসে।
তিনি বলেন, '৫ বল যখন বাকি, আমার ভাবনায় ছিল, দুটি ছক্কা মেরে দলের জয় আর নিজের সেঞ্চুরি করা। কিন্তু একটি ছক্কার পর আরেকটি চার হওয়ায় এরপর আর খুব ভালো হিসাব করতে পারিনি। আমাকে মনে হয় গণিত ক্লাসে ফিরে যেতে হবে।'
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও ইনিংসের শেষ বলে রান নেননি ডেভিড মালান। সেটি নিয়ে পরে সমালোচনা করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। সেদিকে ইঙ্গিত করে মালান বলেন, 'আমি জানি না, ওই সিঙ্গেল আমি না নিলে ব্যাপারটি কীভাবে নেওয়া হতো। সিঙ্গেলের সুযোগ ছিল, আমি শুধু দৌড়েছি।’
এমএইচ