ব্রাজিলিয়ান কোচও জেতাতে পারলেন না আরামবাগকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ হেরেই চলছে। কোচ বদলেও ম্যাচের ফল বদলাতে পারেনি তারা। ব্রাজিলিয়ান কোচ ডগলাস সিলভার আরামবাগের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে। ব্রাজিলিয়ান কোচের অভিষেক ম্যাচে ক্লাবটি আরও বড় ব্যবধানে হেরেছে।
ঢাকা আবাহনী ৪-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। টানা ছয় ম্যাচ হেরে টেবিলের তলানিতে ক্লাবটি। নিজেদের হোম ভেন্যু মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগ বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারছে না।
এই জয়ে ঢাকা আবাহনী আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। অন্য দিকে আরামবাগের ঝুঁলিতে শূন্য। আবাহনী ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের লিড নেয়। আবাহনীর ব্রাজিলিয়ান ফ্রান্সিসকোট টরেস ৩১ ও ৪২ মিনিটে জোড়া গোল করেন।
বিরতির পর আরামবাগ ম্যাচে ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়। আবাহনীর আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানী ৬১ মিনিটে গোল করেন। ডিফেন্ডার হলেও চলতি লিগে নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। ম্যাচের অন্তিম মুহূর্তে আরামবাগের স্মিথ নিজেদের জালে বল পাঠালে আবাহনী ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
আবাহনীর পরবর্তী ম্যাচ মঙ্গলবার সাইফ স্পোর্টিংয়ের বিরুদ্ধে। একই দিন আরামবাগের প্রতিপক্ষ কিংস।
এজেড/এমএইচ/এটি