দৃষ্টিকটু রেফারিংয়ে জয় বঞ্চিত জামাল

ম্যাচের ৮৮ মিনিটে দারুণ এক গোল করেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। তার বিরুদ্ধে ফাউলের অভিযোগ এনে সেই গোল বাতিল করে দেন রেফারি জালাল উদ্দিন। অথচ ভিডিও ফুটেজে পরিস্কার দেখা গেছে তপু বর্মণকে কোন ফাউলই করেননি জোবে।
জামালের ফরোয়ার্ড পরিষ্কারভাবে পেছনে ফেলেছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণকে। আগুয়ান গোলরক্ষকের পাশ কাটিয়ে বল জালে পাঠান। জামালের ডাগ আউট যখন গোলের আনন্দে মাতছে এর কিছুক্ষণ আগেই রেফারি জালালউদ্দিন ফাউলের বাঁশি পাঠান। রেফারির এই বিতর্কিত সিদ্ধান্তে শেখ জামাল নিশ্চিত জয় বঞ্চিত হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ ম্যাচে শেখ জামাল ০-০ গোলে কিংসের সঙ্গে ড্র করে। টানা সাত জয়ের পর কিংসের এটি প্রথম ড্র। শেখ জামাল কিংসের বিরুদ্ধে এই ম্যাচ খেলতে নেমেছিল তাদের অধিনায়ক সলোমন কিংকে ছাড়াই। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে ছিলেন না সলোমন। যদিও তার লাল কার্ড নিয়ে যথেষ্ট অভিযোগ শেখ জামালের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাতিন ছন্দের সাথে গাম্বিয়ান গতির লড়াই। ম্যাচের শুরু থেকেই লিড নেয়ার চেষ্টা জামালের। ১০ মিনিটে জোরালো শট নিয়েছিলেন ওমর জোবে। কিন্তু এই শট ছিল গোলপোস্টের অনেক বাইরে দিয়ে। দুই মিনিট পর রবসনের দূরপাল্লার শটে প্রস্তুত ছিলেন শেখ জামালের গোলরক্ষক জিয়া।
গোল করার জন্য অনেকটা মরিয়া হয়ে উঠে কিংস। দুই বার সুযোগ পেয়েছিলেন জনাথন। কিন্তু সফল হতে পারেননি। ৩০ মিনিটে বিশ্বনাথের লম্বা থ্রো থেকে খালেদ শাফি মাথা ছোঁয়াতে পারলেই হয়তো গোলের দেখা পেত কিংস। ঢাকা আবাহনীর সাথে সলোমন কিং লাল কার্ড দেখায় এই ম্যাচে ছিলেন না।
তার অভাবটা অনুভব করেছে শেখ জামাল। গোলশুন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে ভালো সুযোগ তৈরী হয়েছিল কিংসের। ৫৮ মিনিটে শেখ জামালের জাহিদের কর্ণার থেকে সলেমান সিল্লার হেডে পাওয়ার থাকলেও বল চলে যায় অনেক বাইরে দিয়ে।
ম্যাচের ৮৩ মিনিটে পরিকল্পনা অনুযায়ী আক্রমণে গিয়েছিল বসুন্ধরা। কিন্তু শেখ জামালের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি। ৮৮ মিনিটে ওমর জোবে বল জালে পাঠালেও রেফারি ফাউলের বাঁশি বাজায়। ম্যাচ জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ। নিজেদের অষ্টম ম্যাচে এসে অবশেষে পয়েন্ট হারাল কিংস। ঢাকা আবাহনী থামিয়েছিল শেখ জামালকে। এবার শেখ জামাল থামাল কিংসকে।
আট ম্যাচশেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে কিংস। শেখ জামাল এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে।
এজেড/এমএইচ/এটি