কোহলির শূন্য, রোহিতের সেঞ্চুরি, ভালো অবস্থানে ভারত

শূন্য রানেই নেই ভারতের প্রথম উইকেট। ৮৫ রানে দ্বিতীয়টি। তখন নামলেন অধিনায়ক বিরাট কোহলি। ফিরলেন ডাক মেরে। অন্যদিকে ইনিংস শুরু করতে এসেছিলেন রোহিত শর্মা। তিনি যখন জেক লিচের বলে পথ ধরেছেন সাজঘরের, ততক্ষণে খেলে ফেলেছেন দুর্দান্ত এক ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয় ভারত। প্রথম দিন শেষে রোহিতের সেঞ্চুরি ও আজিঙ্কা রাহানের ফিফটিতে তারা আছে বেশ ভালো অবস্থানে। ছয় উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩০০ রান।
টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। স্কোরকার্ডে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরত যান ওপেনার শুভমন গিল। তবে অন্যপ্রান্তে দারুণ খেলতে থাকেন রোহিত। কিছুক্ষণ তাকে সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনি ফেরেন ৫৮ বলে ২১ রান করে।
এরপর অধিনায়ক কোহলিও দ্রুত ফেরেন। রোহিতের সঙ্গী হন আজিঙ্কা রাহানে। ১৪৯ বলে ৬৭ রান করে রাহানেও আউট হলেও রোহিত সেঞ্চুরি তুলে নেন। ৩২৭ মিনিট ক্রিজে থেকে ২৩১ বলে খেলেন ১৬১ রানের ইনিংস।
ঋশভ পান্ত ৫৬ বলে ৩৩ ও আক্সার প্যাটেল ৭ বলে পাঁচ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। ইংলিশদের পক্ষে লিচ ও মঈন আলি দুজনেই পেয়েছেন দুইটি করে উইকেট।
এমএইচ