টেলিকনফারেন্সে বিশ্বকাপ বাছাই ম্যাচ ভেন্যুর ভাগ্য

বিশ্বকাপ ও এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের অবশিষ্ট তিন ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতা এখনো কাটেনি। বাংলাদেশ ই গ্রুপে প্রতিদ্বন্দীতা করছে। এই গ্রুপে রয়েছে ওমান, কাতার, ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ ছাড়া অন্য চার দলই ওমান অথবা কাতার গিয়ে খেলতে রাজি হয়েছে। বাংলাদেশের তিনটি ম্যাচই হোম থাকায় বাংলাদেশ হোমেই খেলতে চায়।
এজন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল চারটায় অংশগ্রহণকারী পাঁচ দেশকে নিয়ে একটি টেলিকনফারেন্স করবে। সেই টেলিকনফারেন্সের উপরই এই গ্রুপের ভেন্যুর ভাগ্য নির্ভর করছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা দুই-তিন দিন আগে এএফসিকে লিখিতভাবে জানিয়েছি ২৫ মার্চ বাংলাদেশে আমরা ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। আমাদের চিঠির প্রেক্ষিতেই এএফসি এই উদ্যোগ নিয়েছে।’
জাতীয় দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে এএফসি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা হোম সুবিধা ত্যাগ করতে রাজি নই। এএফসিকে অন্য দেশগুলোর দাবিও হিসাব করতে হচ্ছে। আশা করি পাঁচ দেশ এক আলোচনার টেবিলে বসলে ভালো কোনো সমাধান বেরিয়ে আসবে।’
আফগানিস্তান আবার এএফসি ও বাফুফেকে চিঠি দিয়ে রেখেছে তারা বাংলাদেশে খেলতে আসতে রাজি নয়। বাংলাদেশ এখনো এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পাঁচ ম্যাচ খেলেছে ইতোমধ্যে। ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলাদেশের অবশিষ্ট তিন ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান।
এজেড/এমএইচ