মোহনবাগানের সঙ্গে লড়তে কলকাতায় আবাহনী

এএফসি কাপের প্লে অফ খেলতে ঢাকা আবাহনী কলকাতায় পৌঁছেছে। আজ (শনিবার) সকালে বাংলাদেশ বিমানে কলকাতার উদ্দেশে রওনা হয় ম্যারিও ল্যামোসের দল। দুপুরের আগেই কলকাতা পৌঁছায় বাংলাদেশের এই জনপ্রিয় ক্লাবটি।
কলকাতায় ঢাকা আবাহনী ম্যারিয়ট হোটেলে অবস্থান করছে। আবাহনীর প্রতিপক্ষ স্বাগতিক মোহনবাগানও এই হোটেলে রয়েছে। আজ বিকেলে মাঠে অনুশীলনের পরিকল্পনা থাকলেও বিকেলে জিম সুইমিং করবেন জীবনরা, ‘দলের সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। মাঠে অনুশীলনের সুচি ছিল। হোটেলের আনুষ্ঠানিকতায় ও কিছুক্ষণ আগে মধ্যাহ্ন ভোজ শেষ হওয়ায় আজ মাঠের অনুশীলনের পরিবর্তে হোটেলে জিম সুইমিং হবে।’ -কলকাতা থেকে বলেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।
আগামীকাল ও পরশু দু'দিন অনুশীলন করবে আবাহনী। ১৯ এপ্রিল বিশ্ব যুব ভারতীতে মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচের জয়ী দল এএফসি কাপের মূল পর্বে খেলবে। ঢাকা আবাহনী দলের দলনেতা হিসেবে আছেন আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
এজেড/এমএইচ/এটি