অকালে চলে যাওয়া মোশাররফ রুবেলকে শ্রদ্ধা জানাল কলকাতা-রাজস্থান

প্রায় তিন বছরের যুদ্ধ শেষে ক্যানসারের কাছে গত মঙ্গলবার হার মেনেছেন বাংলাদেশি অলরাউন্ডার মোশাররফ রুবেল। মাত্র ৪০ বছর বয়সে তার এমন মৃত্যু শোকের চাদরে মুড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তার সাবেক সতীর্থরা, সাবেক দলগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে শোক।
তার মৃত্যুতে শোক শুধু বাংলাদেশ ক্রিকেটেই নেমে আসেনি। আইপিএল দলগুলোকেও ছুঁয়ে গেছে তার এই অসময়ে চলে যাওয়া। আজ বিকেলে সাকিব আল হাসানের সাবেক দল কলকাতা নাইট রাইডার্স শোক জানিয়েছে, এরপর সন্ধ্যায় মুস্তাফিজুর রহমানের সাবেক দল রাজস্থান রয়্যালসও শ্রদ্ধা জানিয়েছে সদ্যপ্রয়াত বাংলাদেশি এই অলরাউন্ডারকে।
কেকেআর তাদের ফেসবুক পাতায় রুবেলের ছবি জুড়ে দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। লিখেছে, ‘সাবেক বাংলাদেশি স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানাচ্ছি আমরা। ওপারে শান্তিতে থাকুন তিনি।’
Our heartfelt condolences on untimely demise of the former Bangladeshi spinner Mosharraf Hossain! May he rest in peace
Posted by Kolkata Knight Riders on Wednesday, April 20, 2022
এরপর রাজস্থান আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্ট দিয়ে শোক জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘তার মৃত্যুশোকে কাতর তার পরিবার ও বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের সমবেদনা। তার বিদেহী আত্মা শান্তি পাক।’
Our heart goes out to Mosharraf Hossain’s family and Bangladesh cricket as they mourn his demise. May his soul RIP.
Posted by Rajasthan Royals on Wednesday, April 20, 2022