পেনাল্টি মিসের জবাব দেবেন বেনজেমা

কী অবিশ্বাস্য ফর্মেই না আছেন করিম বেনজেমা। টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। কিন্তু ওসাসুনার বিপক্ষে কি না তিনিই এক ম্যাচে করলেন দুই পেনাল্টি মিস। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি তাদের। ৩-১ গোলের জয় পেয়েছে তারা।
ম্যাচের পর বেনজেমাকে সমর্থন জুগিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও। চলতি মৌসুমে ২৫ গোল করে লা লিগায় সবচেয়ে বেশি গোলের মালিক বেনজেমা। তার পেনাল্টি মিস নিয়ে স্বাভাবিকভাবেই কোনো আফসোস নেই আনচেলত্তির।
তিনি বলেছেন, ‘পেনাল্টি তারাই মিস করবে যারা এটা নেয়। এটা বেনজেমার ওপর কোনো প্রভাব ফেলবে না। সে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, পরের ম্যাচে গোল করবে।’
লা লিগার শিরোপাটা প্রায় নিশ্চিত রিয়াল মাদ্রিদ। সামনের পাঁচ ম্যাচ থেকে কেবল চার পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়া। এই দৌড়ে এখন তাদের সঙ্গে আছে কেবল বার্সেলোনা। তবে আপাতত মনোযোগটা লিগ থেকে সরিয়ে রাখতে চান আনচেলত্তি। পরের ম্যাচটাই যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল।
এ নিয়ে তিনি বলেছেন, ‘শিরোপা? আমরা পরের ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছি। যেটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। এরপর দেখা যাক কী হয়। আমাদের জেতা দরকার। আমরা সেমিফাইনাল ম্যাচ নিয়ে মনোযোগী আর আমার মনে হয় আমরা ভালো ফর্ম নিয়েই যাচ্ছি।’
এমএইচ/এটি