এবার সমাধানের পথে হাঁটবেন পাপন

ঘরের মাঠেও স্পিন সহায়ক উইকেট বানিয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। একাদশে স্পিনারদের আধিক্য বাড়িয়েও ওয়েস্ট ইন্ডিজের কাছে অসহায় আত্মসমর্পন। উইন্ডিজে আগে আফগানিস্তানের কাছেও টেস্ট হার। সেবারও ধীরগতির উইকেটে মাঠে নেমেছিল টাইগাররা। বর্তমান সময়ে স্পিনারদের থেকে পেসাররা যেখানে ভালো করেছেন, সেখানে কেন বার বার স্পিনে ঝুঁকি নিয়ে পস্তাতে হচ্ছে? এর কারণ খুঁজে সমাধানের পথে হাঁটবেন নাজমুল হাসান পাপন।
উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে মাঠে নেমেছিল অধিনায়ক মুমিনুল হকের দল। সেখানে স্কোয়াডে ১৮ সদস্যের মধ্যে ৫ জন পেসার থাকলেও দুই টেস্টের একাদশেই একজন করে পেসার রাখা হয়। এনিয়ে সমালোচনা কম হয়নি। আক্ষেপ করতে হয়েছে মাঠে নেমে। প্রথম টেস্টে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় টেস্টে নেহায়েত খারাপ করেননি আবু জায়েদ চৌধুরী রাহি। প্রশ্ন উঠেছে, স্পিন নির্ভর দল গড়ে সাফল্য না পেলেও কেন বার বার একই পথে হাঁটছে বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট?
উত্তর জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানের পাপনেরও। দ্বিতীয় টেস্ট শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘একটা জিনিসি হঠাৎ করে দেখছি আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন উইকেট, স্পিন উইকেট, স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম কারণ, আমাদের পেস ভালো ছিল না। আমাদের পেস বোলার ছিল না। গত তিন বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবছি কিভাবে পেস বান্ধব উইকেট বানানো যায়। খুব বেশি উন্নতি করেছি তা না, তবে আমরা অনেক উন্নতি করেছি ঘরোয়া ক্রিকেটে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পেসাররা ভালো বল করেছে। আমাদের এখন অনেকগুলা পেসার রয়েছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। ৫ জনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা অলরাউন্ডার নেয়ার জায়গা বন্ধ করে দিয়ে ৫ জন পেসার নিলাম কিন্তু খেলাচ্ছি না। তাহলে নেই কেন আমরা। সো আপনি যদি দল নির্বাচন বলেন আমার এটা বলার কিছু নাই।’
আফগানিস্তানের পর উইন্ডিজ, বার বার একই ফল পাওয়ার পরও কেন সিদ্ধান্তে বদল আসছে না সংশ্লিষ্টদের? সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন পাপন। এরপর সমাধানের যাত্রার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
পাপন জানালেন, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এইভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের পরে বেশি কিছু বলতে চাই নাই কিন্তু আজকে আপনাদেরকে আমি বললাম, এটা পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক। কি চলছে আসলে। এখন আমি যে জিজ্ঞেস করব আকরামকে। আকরামও জানে না কিছু। আমি জিজ্ঞেস করলাম কালকে কি পরিকল্পনা হলো আজকে কিভাবে ব্যাটিং করব আমরা। কেউ জানে না, নির্বাচকদের বললাম বলে জানি না। কারণ আমরা তো ওইখানে যেতে পারছি না। এই হলো অবস্থা। হয়েছেটা কি সেটা তো জানতে হবে। জানি না অনেক কিছু্। জানার পরেই আপনারকে জানাব।’
টিআইএস/এনইউ