দুই দিনেই চালকের আসনে ভারত

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের শুরুর দিন থেকেই উইকেটে স্পিন ধরছিল। তাতে রোহিত শর্মা খেলেছিলেন দারুণ এক ইনিংস। স্পিনের সামনে ব্যাটসম্যানদের খাবি খাওয়ার সে দৃশ্যটা জারি ছিল দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ইনিংসেও। সফরকারীদের অভাবটা ছিল কেবল একজন রোহিত শর্মার। সে অভাবেই দুই দিনের মাথায় চাপে জো রুটরা, অন্যদিকে ভারত চলে এসেছে চালকের আসনে।
৩০০ রান আর হাতে চার উইকেট নিয়ে দিন শুরু করা ভারত অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেনি। দিনের অষ্টম ওভারেই শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ৫৮ রান করা রিশাভ পান্ট, ভারত অলআউট হয় ৩২৯ রানে। তবে তার আগে স্পিনের সামনে সতীর্থদের অসহায় আত্মসমর্পনও দেখেছেন পান্ট।
এরপর ইংল্যান্ড ইনিংসেও ছড়ি ঘুরিয়েছেন সেই স্পিনাররাই। আরেকটু স্পষ্ট করে বললে, রবিচন্দ্রন অশ্বিন। তার পাঁচ উইকেটেই মূলত ইংল্যান্ডকে ছিটকে দিয়েছে বড় সংগ্রহের কক্ষপথ থেকে। ঝুলিতে পুরেছেন টপ অর্ডারের ডম সিবলি, ড্যান লরেন্স আর মিডল অর্ডারে ইংলিশদের অন্যতম ভরসা বেন স্টোকসকে। এরপর লেজের দুই উইকেট ক্যারিয়ারের ২৩তম পাঁচ উইকেটের সাক্ষাৎ পাইয়ে দিয়েছে তাকে।
সঙ্গে যোগ্য সাহচর্য পেয়েছেন বাকি বোলারদেরও। ইশান্ত শর্মা, অক্ষর পাটেলরা দুটো করে উইকেট নিয়ে ইংলিশদের বিপদে ফেলতে বড় ভূমিকাই রেখেছেন। প্রথম ইনিংসে ইংলিশদের ১৩৪ রানে শেষ করে দিয়ে ভারত লিড নেয় ১৯৫ রানে।
দ্বিতীয় ইনিংসে দিন শেষ করার আগে ১৮ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে ভারত। তাতে শুবমান গিলকে হারালেও রান তুলেছে ৫৪। বিশাল লিডের কারণে ভারতের স্কোরটা কার্যত দাঁড়িয়েছে এক উইকেট হারিয়ে ২৪৯ রান। দ্বিতীয় দিন শেষেই তাই চালকের আসনে চলে এসেছে ভারত। তৃতীয় দিনে এভারেস্টসম লক্ষ্যের শঙ্কা তাই চোখরাঙানি দিচ্ছে ইংল্যান্ডকে।
এনইউ