সেরাটা না খেলেও জয় পেয়ে খুশি পেইন

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ভারতকে রীতিমতো লজ্জায় ফেলে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বিরাট কোহলিদের অলআউট করেছে তাদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহে।
যদিও দুই দলের প্রথম ইনিংস শেষে এগিয়ে ছিল সফরকারীরাই। লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল তারা। পরে ভারতকে ৩৬ রানে অলআউট করে আট উইকেটের বড় জয় পেয়েছে অজিরা।
তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন মনে করেন নিজেদের সেরাটা না খেলেই জয় পেয়েছেন তারা। নিজেদের বোলারদের প্রশংসায়ও পঞ্চমুখ অজি অধিনায়ক। পুরো কৃতিত্বটা তাদেরই দিচ্ছেন পেইন।
তিনি বলেন, ‘তারা এই টেস্টে যেভাবে বল করেছে, আমি সত্যিই মুগ্ধ হয়েছি। কিন্তু আমাদের এখনো ব্যাটিং নিয়ে অনেক কাজ করতে হবে। প্রথম ইনিংসে সেটা স্পষ্ট হয়েছে। এটা ভালো জিনিস যে নিজেদের সেরার ধারেকাছে না খেলেও জয় পেয়েছি। এটা আমাদের দলকে আত্মবিশ্বাসী করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বোলাররা আগের দিন আলোর নিচে কিছুটা বল করার সুযোগ পেয়েছিল। এরপর একেবারে প্রথম বল থেকে হ্যাজেলউড ও প্যাট দারুণ বল করেছে। এটা সত্যিই দুঃস্বপ্নের মতো ছিল তাদের জন্য। পুরো কৃতিত্বটাই আমাদের বোলারদের।’
এমএইচ