সাকিবের মতো চ্যাম্পিয়ন মানসিকতা হয়ে গেছে বাকিদেরও

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখালেও ঐতিহ্যবাহী দলটির হয়ে মাঠে নামতে পারেন নি সাকিব আল হাসান। জাতীয় দলের ব্যস্ততা আর পারিবারিক জটিলতা কাটিয়ে সুপার লিগ পর্ব থেকে মোহামেডানের জার্সিতে মাঠে নামার কথা ছিল বাঁহাতি অলরাউন্ডারের। তবে এবার সুপার লিগে উঠতে ব্যর্থ মোহামেডান, বাদ পড়েছে লিগ পর্বে। এজন্য নিয়ম মেনেই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন সাকিব।
রূপগঞ্জের হয়ে সুপার লিগের বাকি ৪টি ম্যাচ খেলার কথা সাকিবের। যার একটি ম্যাচ খেলেছেন গত ২১ এপ্রিল। রূপগঞ্জ দলে আগে থেকেই আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এবার সাকিব যোগ দেওয়ায় দলটির বাকি খেলোয়াড়দের আরো প্রচেষ্টা বেড়েছে বলে জানালেন, দলের হেড কোচ আফতাব আহমেদ।
আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমকে আফতাব বলেন, ‘প্রথম থেকে মাশরাফি আমাদের টিমকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। ওভারঅল সবসময় চাঙ্গাই ছিল। আর সাকিব আসার পর এক্সট্রা অর্ডিনারি। সবার এফোর্ট অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন মাঠেও এমন মানসিকতা ছিল। ওর জন্য বাকি সবারও মানসিকতা একই হয়ে গেছে।’
যোগ করেন আফতাব, ‘কিন্তু ওরা অনেক হেল্পফুল। মাশরাফি প্রথম থেকে সহযোগিতা করছে অনেক, আর সাকিবও একই, ইনভলভমেন্ট অনেক বেশি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা দলের জন্য। ও যে আসলো, গেলো তা কিন্তু না। প্রচুর ইনভলভ। আই হোপ যে এটা আমাদের দলের জন্য বড় বেনিফিট। সামনে ৩টা ম্যাচ আছে, আমরা আশা করছি একটা একটা ম্যাচ কাউন্ট করার জন্য।’
মাশরাফি-সাকিব থাকলেও শিরোপা দৌড়ে শেখ জামালের কাছে খানিক পিছিয়ে পড়েছে রূপগঞ্জ। সুপার লিগ পর্বে বাকি ৩ ম্যাচের যেকোনো একটি জিতলেই শিরোপা শেখ জামালের। সেসব নিয়ে ভাবছেন না আফতাব। জানালেন, প্রতি ম্যাচে জয়ে চোখ তার দলের, বাকি সমীকরণ নিয়ে ভাবনা নেই তাদের।
আফতাবের ব্যাখ্যা, ‘আমাদের একটাই লক্ষ্য ছিল আমরা চ্যাম্পিয়ন হব। এটা আমরা টার্গেট মিলিয়ে খেলছি। আর প্রসেস যেটা ছিল, প্রত্যেক ম্যাচ ২ পয়েন্ট, ২ পয়েন্ট এবং এই ২ পয়েন্ট নিয়েই খেলছি। কার বিরুদ্ধে খেলছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য ২টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা ২টা পয়েন্ট নিয়েই খেলছি। কালকেও আমাদের ২টা পয়েন্ট, কার সাথে খেলতেছি সেটা ডাজেন্ট মেটার। ২টা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা ২টা পয়েন্ট নিয়েই খেলব। পরের যে চারটা পয়েন্ট সেটাও আমরা ২টা পয়েন্ট নিয়ে খেলব। শেষে উত্তর মিলবে কে চ্যাম্পিয়ন হবে কে হবে না।’
টিআইএস/এটি