রিয়াল মাদ্রিদের সঙ্গে পাকা কথা হয়ে গেছে রুডিগারের

চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। থমাস টুখেল জানিয়েছেন, অনেক চেষ্টা করেও এই ডিফেন্ডারকে আর স্ট্যামফোর্ড ব্রিজে রাখতে পারছেন না। রুডিগারের পরবর্তী গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নাম ঘুরেফিরে আসছিল বেশ কয়েকদিন ধরে। এখন ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী মৌসুমে এই জার্মান ডিফেন্ডারকে বার্নাব্যুতেই দেখা যাবে।
দলবদলের বিষয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোমবার এক টুইটে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গেছে রুডিগারের। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি করবেন তিনি, যার মেয়াদ হবে ২০২৬ সালের জুন পর্যন্ত।
চলতি মৌসুম শেষেই চেলসির সঙ্গে রুডিগারের বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। আর তখনই রিয়াল মাদ্রিদ তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে টানবে।
বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড সহ আরও বেশ কিছু ক্লাব এই ফর্মে থাকা জার্মান ডিফেন্ডারকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা এবং ইংলিশ জায়ান্টদের হটিয়ে রুডিগারকে দলে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ অনেকটা এগিয়ে গেল।
এইচএমএ/এটি