সাইফের বড় জয়, পয়েন্ট ভাগাভাগি চার দলের

গোপালগঞ্জের মতো রাজশাহী ভেন্যুর ম্যাচেও ৭ গোল হয়েছে। গোপালগঞ্জে হারের দোরগোড়ায় দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে আবাহনী লিমিটেড। রাজশাহীতে পুলিশ এফসিকে ৬-১ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে জামাল ভূঁইয়ার পরিবর্তে অধিনায়কত্ব করেন রিয়াদুল হাসান রাফি।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত অধিনায়ক বদলের ম্যাচে বড় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পরিবর্তে আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয় রিয়াদুল হাসান রাফির হাতে। দায়িত্ব পেয়েই দলকে জেতান ৬-১ গোলে। সাইফের হয়ে উজবেকিস্তানের আসরর গফুরভ ২টি এবং নাইজেরিয়ান এমফন উদোহ, এমেকা ওগবোগ, ফয়সাল আহমেদ ফাহিম ও সাজ্জাদ হোসেন ১টি করে গোল করেন।
এই জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এলো সাইফ। হারলেও ১৬ পয়েন্ট নিয়ে সপ্তমে পুলিশ।
প্রিমিয়ার ফুটবল লিগে সোমবার একই দিনে দুই ম্যাচ ড্র হয়েছে। শেখ রাসেল ও মোহামেডান ১-১ গোলে এবং চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ গোলশূণ্য ড্র করে। সোমবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স অ্যারেনাতে অ্যাওয়ে ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলের ড্র করে সাদা-কালোরা।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেলকে জিততে দেননি মোহামেডানের জাফর ইকবাল।
৮০ মিনিটে বড় ধাক্কা খায় মোহামেডান। দশ জনের দলে পরিণত হয় তারা। বল নিয়ে গোলমুখে ছুটতে থাকা রিচার্ড গাডজেকে ফেলে দেন মোহামেডানের গোলকিপুর সুজন। রেফারি লাল কার্ড দেখান সুজনকে। শেখ রাসেলের জয়ে ম্যাচ যখন সমাপ্তির পথ যাচ্ছিল তখন ৮৮ মিনিটে ম্যাচে সমতা আনে মোহামেডান। গোল করেন জাফর ইকবাল। ৮৭ মিনিট পর্যন্ত এক গোলের লিড ধরে রাখলেও জাফরের গোলে হতাশ হতে হয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ২১ মিনিটে গোল করে শেখ রাসেলকে এগিয়ে দেন মোহাম্মদ জুয়েল (১-০)।
তবে ম্যাচের অন্তিম সময়ে সেই গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করেন সাদা কালোদের মিডফিল্ডার মোহাম্মদ জাফর। এই ড্রয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।
সিলেট জেলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে গোলশূণ্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। ড্রয়ের ফলে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে চট্টগ্রাম আবাহনী এবং সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে রহমতগঞ্জ।
এজেড