ভারতকে সেরা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে পারফরম্যান্সের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠেছে ভারত। সম্প্রতি অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে তারা। তাদের উন্নতি চোখে পড়ার মতো।
ভারতকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে মানছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। দেশটি তাদের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে নজর দিয়ে সফল হয়েছে বলেও মনে করেন তিনি।
ইসলামাদের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ইমরান খান বলেন, ‘এখনকার ভারতকে দেখুন। যদিও আমাদের অনেক বেশি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে কিন্তু তারা বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠেছে। কারণ তারা কাঠামোর উন্নতিতে নজর দিয়েছে।’
তবে এমন কাঠামো গড়তে সময়ের প্রয়োজনও আছে বলে মনে করেন তিনি, ‘যেকোনো কাঠামো গড়া কিংবা রক্ষণাবেক্ষণ করা এবং সেটা থেকে কার্যকরী ফল পেতে সময়ের প্রয়োজন হয়। তবে আমার আত্মবিশ্বাস আছে, আমাদের দলটা শিগগিরই বিশ্বের সব দলকে হারানোর সক্ষমতা অর্জন করবে।’
রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে পাকিস্তান। এক সময়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী। ব্যস্ততার কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো দেখা হয়নি বলে জানান ইমরান।
তিনি বলেন, ‘সত্যি বলতে আমি অবসর সময় বের করতে পারছি না। যে কারণে ম্যাচগুলো (দক্ষিণ আফ্রিকা সিরিজের) দেখা হয়নি। তবে এখন আমাদের মৌলিক ক্রিকেট কাঠামো বদলে গেছে। তাই ধীরে ধীরে পরিবর্তন আসবে, উন্নতি হবে।’
এমএইচ