কিংসের এএফসি কাপে সূচি বদল

এএফসি কাপে সূচি বদল হয়েছে। আগের সূচিতে এএফসি কাপের গ্রুপ ডির খেলাগুলো ছিল কলকাতা সময় দুপুর দেড়টায় ও বিকেল সাড়ে পাচটায়। এই সূচিতে কিংস সহ আপত্তি ছিল স্বাগতিক ভারতীয় ক্লাবগুলোরও।
সেই আপত্তির প্রেক্ষিতে এএফসি টুর্নামেন্টের দিন ঠিক রেখে ম্যাচের সময় পরিবর্তন করেছে। দেড়টা ও বিকেল সাড়ে পাচটার পরিবর্তে এখন ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায় ও রাত সাড়ে আটটায়। নতুন সূচিতে বসুন্ধরা কিংসের দু’টো ম্যাচ বিকেল সাড়ে চারটায় আর একটি ম্যাচ রাত সাড়ে আটটায়। আগের সূচিতে ছিল দুটো দুপুর দেড়টায় আরেকটি বিকেল সাড়ে পাচটায়।
১৮-২৪ ভারতের কলকাতার বিশ্ব যুব ভারতীতে এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভারতের গোকুলাম কেরালা,বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস সরাসরি গ্রুপে খেলছে। আবাহনীকে প্লে অফে হারিয়ে গ্রুপে জায়গা করে নিয়েছে ভারতের আরেক দল মোহনবাগান।
বসুন্ধরা কিংসের ম্যাচসমূহ:
১৮ মে বসুন্ধরা কিংস - মাজিয়া স্পোর্টস (রাত নয়টা)
২১ মে মোহনবাগান- বসুন্ধরা কিংস (বিকেল দুইটা)
২৪ মে গোকুলাম কেরালা - বসুন্ধরা কিংস (বিকেল পাঁচটা)
ম্যাচের সময় বাংলাদেশ সময় অনুযায়ী
এজেড/এইএমএ