জামালের অধিনায়কত্ব হ্যাভিয়েরের সিদ্ধান্তের ওপর

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। সাম্প্রতিক সময়ে তিনি প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব থেকে অধিনায়কত্ব হারিয়েছেন। জাতীয় দলেও জামালের অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই।
সামনেই জাতীয় দলের প্রীতি ম্যাচ ও এশিয়া কাপ বাছাই। জাতীয় দলে অধিনায়কে কোনো পরিবর্তন আসবে কিনা এই প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,‘ জামাল ভূইয়া অধিনায়ক থাকবে কিনা এটা কোচের ওপর। কোচ যদি মনে করে সে অধিনায়ক থাকবে, না করলে নয়। এখানে অন্য কোনো বিষয় নেই’।
জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১৬ মে। জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি,‘কোচদের সঙ্গে ইতোমধ্যে বেশ কয়েকবার বসেছি। ক্যাম্প শুরু হলে ফুটবলারদের সঙ্গেও বসব’।
বাংলাদেশের ফুটবলে পাতানো ইস্যু অনেক পুরনো। সম্প্রতি শুরু হয়েছে স্পট ও ম্যান ফিক্সিং। এই বিষয়ে বাফুফে সভাপতির বক্তব্য,‘পাতানো খেলা শনাক্তকরণ কমিটি রয়েছে। তারা এই বিষয়ে কাজ করছে’।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ও মোহামেডানের ম্যাচ দেশের একটি শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল কাভার করতে পারেনি। এই বিষয়টি বাফুফের নজরে এসেছে। ডিসিপ্লিনারি কমিটি বিষয় দেখবেন বলে জানিয়েছেন সভাপতি।
এজেড/এইচএমএ