অনলাইনে হাফ ম্যারাথন!

চতুর্থবারের মতো ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘গ্ল্যাক্সোজ-ডি ঢাকা হাফ ম্যারাথন ২০২১’। দেশ-বিদেশ থেকে প্রায় ৩২০০ অ্যাথলেট এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন।
মহামারী করোনা ভাইরাসের বিষয় বিবেচনায় রেখে আয়োজক সংগঠন ‘ঢাকা রান লর্ডস’ এবারের ম্যারাথন ভার্চুয়ালি আয়োজন করতে যাচ্ছে। একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশগ্রহণ করবে। ফলে নির্দিষ্ট ভেন্যুতে না এসেই নিজ নিজ এলাকা থেকে দূরত্ব বজায় রেখে ম্যারাথনে অংশ নেয়া যাবে। এই বছরের ম্যারাথন দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। একটি ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং অপরটি ৭.৫ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা। উভয় ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা এবং একজন প্রতিযোগী চাইলে উভয় ক্যাটাগরিতেই অংশ নিতে পারবে।
সংবাদ সম্মেলনে ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ মুস্তেন কাদের বলেন, ‘ঢাকা হাফ ম্যারাথন বিগত কয়েক বছর ধরেই দেশের চলমান দৃশ্যপট পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণকে সুস্থ থাকতে ও স্বাস্থ্যকর জীবনধারা গ্রহনের জন্য অনুপ্রাণিত করে যাচ্ছে। ম্যারাথনে দৌড়ানোর সময় ও পরে উভয়ক্ষেত্রেই দেহের আদ্রতা ও শক্তি বজায় রাখা অত্যন্ত জরুরী।’
গত বছরের ন্যায় এবারও এই ম্যারাথনের টাইটেল স্পন্সর হয়েছে ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেডের পণ্য গ্ল্যাক্সোজ-ডি। এবারের ম্যারাথনের কো-স্পন্সর শেলটেক গ্রুপ। আজ রাজধানীর বনানীতে প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান আয়োজকরা।
এজেড/এনইউ