১৮৩ কোটি টাকায় বার্সায় সোলের, ভ্যালেন্সিয়া বলছে ‘ভুয়া খবর’

ভ্যালেন্সিয়ার স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলেরকে দলে ভেড়াতে যাচ্ছে বার্সেলোনা। সেজন্য ২০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশী টাকায় ১৮৩ কোটি টাকা খরচ করতে হবে কাতালান ক্লাবটিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এএসের এই দাবিকে অস্বীকার করেছে ভ্যালেন্সিয়া।
এএস জানিয়েছিল, ভ্যালেন্সিয়া এবং সোলেরের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গেছে বার্সেলোনার। তবে ভ্যালেন্সিয়া বলছে, বার্সার সঙ্গে এমন কোন কথাই হয়নি তাদের। সোলেরের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৩ পর্যন্ত। আর তাই ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনার প্রক্রিয়ায় রয়েছে ক্লাবটি।
আগামী মৌসুমে বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের ন্যু ক্যাম্পে থাকার সম্ভাবনা কম। বার্সেলোনা ৭০ মিলিয়ন ইউরো পেলে তাকে ছেড়ে দিতে চায়। ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখ উভয়েই সাবেক আয়াক্স মিডফিল্ডারকে দলে টানতে আগ্রহী।
আর ডি ইয়ংয়ের শূন্যস্থান পূরণের জন্যই সোলেরকে দলভুক্ত করতে চায় বার্সেলোনা। এএস জানিয়েছে, সোলেরকে দলে টানার ব্যাপারে এরই মধ্যে মত দিয়েছেন ক্লাবটির কোচ জাভি। স্পেন জাতীয় দলের হয়ে ৬ ম্যাচ খেলা সোলেরের বার্সা ড্রেসিংরুমে মানিয়ে নিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ সেখানে পেদ্রি, এরিক গার্সিয়ার মতো চেনা মুখদের পাবেন তিনি।
আগামী মৌসুমের আগে নিজেদের মধ্যমাঠের শক্তি বাড়াতে চায় বার্সেলোনা। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এসি মিলানের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিকে দলে টানার ব্যাপারেও ক্লাবটির পাকা কথা হয়ে গেছে।
এইচএমএ