ম্যান সিটির বিপক্ষে আলাবাকে পাবে না রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের আগেও চোট শঙ্কায় ছিলেন ডেভিড আলাবা। তবে শেষ মুহূর্তের ফিটনেস টেস্টে উতরে গিয়ে ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিলেন। চোট অবশ্য তাকে সেদিন পুরো ম্যাচ খেলতে দেয়নি, প্রথমার্ধ শেষেই কার্লো অ্যানচেলোত্তি তাকে তুলে নিয়েছিলেন। এবার জানা গেল, চোট সমস্যার কারণে দ্বিতীয় লেগে ম্যান সিটির বিপক্ষে মাঠেই নামতে পারবেন না এই অস্ট্রিয়ান ডিফেন্ডার।
ম্যান সিটি ম্যাচের মাঝপথে উঠে যাওয়ার পর এস্পানিওলের বিপক্ষে রিয়ালের লিগ জয় নিশ্চিত করা ম্যাচেও মাঠে নামা হয়নি আলাবার। ম্যান সিটির বিপক্ষে প্রথম লেগে তার বদলি হিসেবে নামা নাচো ফার্নান্দেজকে তাই ফিরতি লেগে মূল একাদশে দেখা যেতে পারে।
আলাবাকে ছাড়া খেলতে অবশ্য রিয়াল মাদ্রিদের খুব একটা অসুবিধা হয় না। পরিসংখ্যান অন্তত তাই বলে, তাকে ছাড়া এই মৌসুমে খেলা পাঁচটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে ম্যান সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদকে পিছিয়ে থেকেই শুরু করতে হবে। প্রথম লেগে যে পেপ গার্দিওলার দলের কাছে তারা ৩-৪ গোলে হেরে গিয়েছিল। তবে কয়েকদিন আগেই রেকর্ড ৩৫ বারের মতো লিগ শিরোপা উঁচিয়ে ধরা রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে যে দারুণ আত্মবিশ্বাসী হয়ে নামবে, তা বলাই বাহুল্য।
৫ মে বাংলাদেশ সময় রাত ১ টায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যান সিটিকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ।
এইচএমএ