এশিয়া কাপ আরচ্যারিতে সকালের হাসিটা উধাও বিকেল হতেই

ইরাকের সোলেমানিয়ায় আজ বাংলাদেশের সকালটা ছিল দারুণ। রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছিলেন রোমান-দিয়ারা। তবে বিকেল হতেই বাংলাদেশের সেই হাসিটা ফিকে হয়ে গেল যেন। সকালে যেখানে দুই ইভেন্টের দুটিতেই ফাইনাল নিশ্চিত করেছে দল, সেখানে বিকেলে কম্পাউন্ড দলগত ও মিশ্র বিভাগের চার ইভেন্টের মধ্যে কেবল একটিতেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
কম্পাউন্ড পুরুষ দল প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছিল। শেষ চারের লড়াইয়ে কাজাখস্তানকে পরাজিত করে বাংলাদেশকে ফাইনালে উঠেছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েতকে হারানো ভারত। কম্পাউন্ড পুরুষ দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আশিকুজ্জামান, রহমান মিতু ও রাকিব নেওয়াজ।
বিকেলে এই একটি ইভেন্টেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ, বাকি ইভেন্টগুলো কেটেছে হতাশায়। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও বাই পেয়ে সরাসরি সেমিতে ছিল বাংলাদেশ। সেমিতে কাজাখস্তানকে হারাতে পারেননি বন্যা-শ্যামলী রায়রা। ফলে সোনার লড়াই ছেড়ে ব্রোঞ্জের জন্য লড়তে হবে তাদের।
কম্পাউন্ড মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে গেলেও রিকার্ভ মিশ্র ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। রোমান-নাসরিনরা প্রথম পর্বে বাই পায় কোয়ার্টারে কাজাখস্তানের মুখোমুখি হয়। শেষ আটের লড়াইয়ে এই জুটি ৫-৩ সেটে হেরে শেষ চারের টিকিট কাটতে ব্যর্থ হয়।
রোমান-নাসরিন জুটি সেমিতে উঠতে ব্যর্থ হলেও শ্যামলী-আশিকের কম্পাউন্ড মিশ্র জুটি ব্রোঞ্জ জেতার সম্ভাবনা টিকিয়ে রেখেছেন। শেষ আটে সংযুক্ত আরব আমিরাতকে ১৪৮-১১৪ পয়েন্টে হারায় এই জুটি। অন্য সেমির মতো এই সেমিতেও বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। এই ইভেন্টে কাজাখস্তানের বিপক্ষে হেরে তৃতীয় স্থানের জন্য লড়বে বাংলাদেশ।
আগামীকাল রিকার্ভ ও কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের খেলা। পরশু দিন দলগত ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন আরচ্যাররা।
এজেড/এনইউ