রানগুলো ভারতের জন্য জমিয়ে রেখেছেন কোহলি!

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি, অথচ এবার তার ব্যাটে যেন জং ধরেছে। কোহলির মতো একজন ধারাবাহিক পারফরমারের ব্যাটে কেন এমন রানখরা, সেটা নিয়ে নানা মুনি নানা মত দিচ্ছেন। এবার ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও যোগ দিয়েছেন সেই দলে। তার মতে, আইপিএলে রান করছেন না কোহলি, কারণ রানগুলো দেশের জন্য জমিয়ে রেখেছেন তিনি!
রোববার রাতে সানরাইজার্স হায়দারাবাদকে বেশ স্বাচ্ছন্দ্যেই হারিয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই ম্যাচেও কোহলির ব্যাটে রান ফলেনি। ম্যাচে এবারের আসরে তৃতীয়বারের মতো রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান কোহলি। পুরো আইপিএল ক্যারিয়ারেই এর আগে মাত্র তিনবার শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।
সেই ম্যাচের ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন সুনীল গাভাস্কার। কোহলির রানখরা নিয়ে কৌতুকাবহে তখন সাবেক এই ভারতীয় ব্যাটার বলেন, ‘এখানে আমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে, এই রানগুলো ভারতের জন্য তোলা থাকছে। সামনে ভারতের ব্যস্ত মৌসুম, এই রানগুলো সে সময়ের জন্য রেখে দেওয়া হচ্ছে।’
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৯.৬৪ গড়ে মাত্র ২১৬ রান করেছেন তিনি। গুজরাট টাইটানসের বিপক্ষে পেয়েছেন এবারের আসরে নিজের একমাত্র ফিফটি। তবে ব্যাট হাতে কোহলির বাজে ফর্মের জন্য তার দলকে অবশ্য ভুগতে হচ্ছে না। ১২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু। প্রায় এক দশক দলটির অধিনায়কত্ব করার পর এবারের সেই দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন কোহলি।
এইচএমএ