নিজ দল হারুক ফাইনালে, চাইছেন রিয়ালের সাবেক মিডফিল্ডার

চার বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। এরপর থেকেই শুরু হয়ে গেছে দুই দলের কথার লড়াই। মোহামেদ সালাহ তো বলেই দিয়েছেন, রিয়ালকে হারিয়ে প্রতিশোধ চান তিনি। সালাহর সেই চাওয়া পূরণ হোক, রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিভারপুল জিতুক চ্যাম্পিয়ন্স লিগ, এমনটাই চান সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
কলম্বিয়ান এই মিডফিল্ডার ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার পরই নজরে এসেছিলেন ইউরোপীয় জায়ান্টদের। এরপর তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে শেষমেশ জয়ী হয় রিয়াল মাদ্রিদ। দলে এসে ২০২০ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
সেই তিনি কেন রিয়াল মাদ্রিদের হার চান ফাইনালে? উত্তরটা তিনি নিজেই জানালেন। ‘নতুন নেইমার’ তকমা পেয়ে যাওয়া তার স্বদেশি তারকা উইঙ্গার লুইস ডিয়াজ এখন খেলছেন লিভারপুলের হয়ে। করেছেন গুরুত্বপূর্ণ কিছু গোলও। তার জন্যই সাবেক ক্লাবের অমঙ্গল কামনা করছেন হামেস।
কলম্বিয়ান এই মিডফিল্ডারের কথা, ‘লিভারপুল খুবই ভালো খেলছে, তাদের দলে ‘লুচিতো’ ডিয়াজ আছে। আর আমি চাই, লুচোই এই শিরোপা জিতুক।’ তবে রিয়াল মাদ্রিদ যে তার স্বদেশীর অন্যতম স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়েই দাঁড়াবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই হামেসের।
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ীর কথা, ‘রিয়াল মাদ্রিদ এই ধরনের খেলাগুলোর জন্য বেশ শক্তিশালী।’ ইতিহাস তো আছেই, চলতি মৌসুমে নকআউট পর্বে তো রিয়াল রীতিমতো অপ্রতিরোধ্য! সে কারণেই রিয়ালকে বড় চ্যালেঞ্জ মানছেন হামেস। বললেন, ‘আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে এর নমুনা দেখেছি।’
তবে নিজের সাবেক ক্লাব ছেড়ে যে এভাবে লিভারপুলের সমর্থনটা কঠিন, সেটা অকপটেই বলেছেন হামেস। যে দলে একগাদা বন্ধুকে ফেলে এসেছেন, সেই দলের বিপক্ষে সমর্থন করাটা যে সহজ বিষয় নয় আদৌ। কলম্বিয়ান মিডফিল্ডারের কথা, ‘এটা কঠিনই হবে। রিয়াল মাদ্রিদে আমার সাবেক সতীর্থরা আছে। আমি ক্লাবটাকে বেশ ভালোও বাসি।’
তবে রিয়ালের যেমন ইতিহাস, আর লিভারপুলের ফর্মের কারণে ফাইনালটা উপভোগ্যই হবে বলে বিশ্বাস হামেসের। তিনি বলেন, ‘তাদের (রিয়ালের) এমন সব মঞ্চে দারুণ খেলার ইতিহাস আছে। কিন্তু লিভারপুলও দারুণ একটা ম্যাচ খেলতে পারে।’
এনইউ