ইতালির পর জুভেন্টাসকেও বিদায়ের ঘোষণা কিয়েলিনির

আর্জেন্টিনার বিপক্ষে আগামী জুনে ম্যারাডোনা সুপার কাপের ম্যাচ খেলে ইতালিকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছেন ইতালি এবং জুভেন্টাস অধিনায়ক জর্জিও কিয়েলিনি। এবার কোপা ইতালিয়া হেরে জুভেন্টাসের বিদায়ের লগ্নে জানালেন, চলতি মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে দেড় যুগের সম্পর্কের ইতি টানবেন ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ২-৪ গোলে হেরে গেছে কিয়েলিনির জুভেন্টাস। ম্যাচ শেষে জুভেন্টাসকে বিদায় বলার সময় হয়েছে জানিয়ে কিয়েলিনি বলেন, ‘আমরা একসাথে দশটি দারুণ বছর কাটিয়েছি, এবার ছেলেদের দায়িত্ব ক্লাবকে এগিয়ে নেওয়ার। আমার যতটুকু সম্ভব করেছি এবং আমি আশা করি, কিছু রেখে যেতে পেরেছি নতুনদের জন্য।’
‘সোমবার আমি জুভেন্টাস স্টেডিয়ামে সবাইকে বিদায় বলব। তারপর যদি সম্ভব হয় ফ্লোরেন্সেও খেলব। এটা শতভাগ আমার সিদ্ধান্ত।’
— Fabrizio Romano (@FabrizioRomano) May 11, 2022
আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সম্ভাবনা রয়েছে কিয়েলিনির। এরই মধ্যে এমএলএস থেকে তিনি দুটি প্রস্তাবও পেয়েছেন বলে জানিয়েছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
২০০৪ সালে রোমা থেকে জুভেন্টাসে এসেছিলেন কিয়েলিনি। ইতালির ইতিহাসের অন্যতম সেরা এই সেন্টার ব্যাক এরপর দলটির হয়ে গত দুই দশকে বিশটি শিরোপা জিতেছেন। বিয়াঙ্কোনেরিদের হয়ে টানা নয়বার ‘স্কুদেত্তো’ জিতেছেন। পাঁচবার কোপা ইতালিয়া এবং চারবার সুপারকোপা ইতালিয়াও জিতেছেন। তবে ক্লাবটির হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি এই বর্ষীয়ান ডিফেন্ডার, এটা নিশ্চয়ই তার ক্লাব ক্যারিয়ারের একটি আক্ষেপ হয়ে থাকবে।
এইচএমএ/এটি