বাসা খুঁজছে বাফুফে

রোববার দুপুরে হঠাৎ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আরামবাগ এলাকা ঘুরছেন। সাথে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
বাফুফে ভবনের পেছনে কয়েকটি আবাসিক ভবন ঘুরেছেন তারা। কয়েকটি ভবন ঘুরে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফুটবল ফেডারেশনের এই দুই শীর্ষ কর্তা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা এখানে জিম করছি, পাশে টার্ফ রয়েছে। বিবেচনা করে দেখলাম তরুণ ফুটবলারদের জন্য আবাসিক সুবিধা প্রয়োজন। এজন্য বাফুফে ভবনের আশে পাশে বাসা খুঁজছি।’
রাজধানীর বেরাইদে ফর্টিজ গ্রাউন্ডে বাফুফের একটি আবাসিক ক্যাম্প রয়েছে। সেই একাডেমির পাশাপাশি আবার আবাসিক ব্যবস্থা কেন? এই প্রশ্নের উত্তরে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া মানিক বলেন,‘বেরাইদের একাডেমি থাকবে; এর সাথে আরামবাগ এলাকায় আরেকটি আবাসিক ক্যাম্প। সারা দেশ থেকে অনেক সময় প্রতিভা অন্বেষণ হয়, আবাসিক সমস্যার কারণে অনেক সময় উন্মুক্ত ট্রায়াল দ্রুত শেষ করতে হয়। সব কিছু বিবেচনা করে আমরা আবাসিক ক্যাম্পের জন্য বাসা খুঁজছি।’
একই বিল্ডিংয়ে দুইটি তালা অথবা পূর্ণাঙ্গ এক তলা করে দুই বিল্ডিং খোঁজা হচ্ছে। বাফুফের মূল ভবন চার তলা। যেখানে নারী ফুটবলারদের ক্যাম্প হয়। আগে জাতীয় ফুটবলাররাও চার তলায় ডরমেটরি থেকে ক্যাম্প করতেন।
এজেড/ এমএইচ