ডাবল হ্যাটট্রিকে ইতিহাস গড়ে ইতালি ম্যাচের প্রস্তুতি মেসি-সতীর্থের

শীতকালীন দলবদলে তাকে একরকম তড়িঘড়ি করেই দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইউলিয়ান আলভারেজ এখনো ধারে খেলছেন রিভারপ্লেটেই। সেখানেই জানান দিচ্ছেন, তার পেছনে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করে ভুল করেনি সিটি।
কোপা লিবার্তাদোরেসের ম্যাচে আলিয়াঞ্জ লিমার বিপক্ষে করেছেন ছয় গোল, গড়ে ফেলেছেন ইতিহাস। ইতালির বিপক্ষে ‘ফিনালিসিমার’ ঠিক আগে তার এমন পারফর্ম্যান্স নিশ্চিতভাবেই বাড়তি স্বস্তি নিয়ে আসবে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্ক্যালোনির জন্য।
ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোলের দেখা পান আলভারেজ। এরপর ১৮ আর ৪৩ মিনিটে গোল করে প্রথমার্ধেই পূরণ করে বসেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধেও তার পা চলেছে সমানতালে। ৫৪, ৫৭ আর ৮৩ মিনিটে করেছেন গোল। তাতেই ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে কোপা লিবার্তাদোরেস ম্যাচে করেছেন ছয় গোল। ১৯৮৫ সালে ক্লাব ব্লুমিংয়ের হয়ে ছয় গোল করে প্রথমবারের মতো এই কীর্তি গড়েছিলেন হুয়ান কার্লোস সানচেজ।
তার এই দারুণ কীর্তির ফলে রিভারপ্লেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেয়েছে ৮-১ ব্যবধানের বিশাল জয়। নকআউট পর্বে যাওয়াও নিশ্চিত করে ফেলেছে দলটি।
জানুয়ারিতে ম্যানসিটিতে যোগ দেওয়া এই স্ট্রাইকারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির বাড়তি মনোযোগ ছিল আগে থেকেই। ম্যাচে ছয় গোল করার ফলে এই মনোযোগটা আরও বাড়ল বৈকি।
— Mundo Albiceleste (@MundoAlbicelest) May 26, 2022
তবে তার প্রতি স্ক্যালোনির মনোযোগটা বাড়াতে পারে তার গোল করার ধরনও। অফসাইডের ফাঁদ এড়িয়ে, নিচু ক্রসে নির্ভুলভাবে পা ছুঁইয়ে, বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে করেন প্রথম হ্যাটট্রিকটা। আর দ্বিতীয়ার্ধে গোলরক্ষককে প্রেস করে গোল আদায়, গোলরক্ষককে বোকা বানানো, আর নিখুঁত চিপে করা গোলগুলো বলছে, তিনি শুধু গোলস্কোরারই নন। তার সামর্থ্যটা যেন তার চেয়েও একটু বেশিই।
এমন এক রত্নকেই সিটি কিনে নিয়েছে জানুয়ারিতে। আগ্রহী ছিল বার্সেলোনাও। তবে কাতালান ক্লাবটি তার নাগাল পায়নি আর। সিটি আর্লিং হালান্ডকে কেনার ফলে গুঞ্জন ছিল তাকে আরও এক মৌসুম ধারে পাঠিয়ে দেওয়ার। তবে সিটির প্রধান নির্বাহী ফেররান সোরিয়ানো বলেন, ‘তাকে দলে নেওয়ার জন্য আমাদের হাতে বেশ কয়েকটি প্রস্তাব ছিল, তবে সে কোথাও যাচ্ছে না আপাতত।’
আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়ে গেছে আগেই। খেলে ফেলতে পারেন আগামী ১ জুন ইতালির বিপক্ষে ম্যাচেও। তবে আলভারেজের এমন ফর্ম কোচ স্ক্যালোনিকে বাড়তি স্বস্তি দিচ্ছে বিশ্বকাপের আগে। লাওতারো মার্টিনেজের সঙ্গে তার ফর্মটাও যদি এভাবেই চলতে থাকে, তাহলে যে অন্তত গোল করা নিয়ে ভাবতে হবে না আর্জেন্টিনাকে!
এনইউ/এটি