এবার ফরাসি মিডফিল্ডারকে নিয়ে রিয়াল-পিএসজির টানাটানি

দলবদলের বাজারে এবার রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অনেকটা যেন সম্মুখ সমরে নেমেছে একে অপরের বিপক্ষে। কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে দুই দলের মাঝে দীর্ঘ নাটকের অবসান হয়েছে মাত্রই, এর মধ্যেই আবার দলবদলের বাজারে শুরু হয়েছে তাদের লড়াই। এবার তাদের মধ্যমণি মোনাকোর ফরাসি মিডফিল্ডার অঘেলিয়াঁ চুঁয়ামেনি।
লিগ আঁ’তে খেলা ২২ বছর বয়সী এই প্রতিভাবান মিডফিল্ডারকে দলে পেতে আগ্রহী ইউরোপের অনেক নামীদামি ক্লাব। এবারের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল ও চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিও তাকে দলভুক্ত করতে চেয়েছিল। তবে কয়েকদিন আগে চুঁয়ামেনি জানিয়েছেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে আগ্রহী। সেজন্য লিভারপুল আর চেলসি তাঁর বিষয়ে এগোয়নি।
শিগগিরই ফরাসি ক্লাব মোনাকোকে চুঁয়ামেনির জন্য রিয়াল মাদ্রিদ ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে বলেও শোনা গিয়েছিল। তবে শেষ মুহূর্তে রিয়ালের এই গ্রাস পিএসজি কেড়ে নিতে চাইছে বলে জানিয়েছে গোল.কম। চুঁয়ামেনির জন্য মোনাকোকে বড়সড় এক প্রস্তাব দিতে যাচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রতিভাবান এই স্বদেশী মিডফিল্ডার নাকি এমবাপেরও খুব পছন্দের।
এমবাপেকে দলে পাওয়ার দৌড়ে শেষ মুহূর্তে হতাশ হতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। চুঁয়ামেনিকে শেষ পর্যন্ত তারা দলভুক্ত করতে পারবে নাকি দলবদলের বাজারে আরও একবার পিএসজির কাছে ধরাশায়ী হবে স্পেনের ক্লাবটি সেটাই এখন দেখার বিষয়।
এইচএমএ