পাপনের বাসায় বৈঠকে ডমিঙ্গোকে নিয়ে গুঞ্জন

হঠাৎ করেই সরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবন। নিজের বাসভবনে পাপন একে একে বৈঠকে বসেন বোর্ড পরিচালক, নির্বাচক ও বাংলাদেশ দলের তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের সঙ্গে।
মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার কারণেই এমন জরুরি বৈঠক ডাকা হয়। তিন ক্রিকেটারের সঙ্গেই প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা করেন বিসিবি সভাপতি। বৈঠক শেষে তিন সিনিয়র ক্রিকেটারের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
তবে তাদের সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ‘ভবিষ্যতের বিষয়ে আলোচনা হয়েছে’ বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। এছাড়া নিউজিল্যান্ড সফরের দল নিয়ে ক্রিকেটারদের সঙ্গে পাপন আলাপ করেছেন। ছুটিতে থাকায় এই বৈঠকে ছিলেন না সাকিব আল হাসান।
বিকেলেই পাপন তার গুলশানের বাসভবনে ডেকেছেন জাতীয় দলের পাঁচ সাবেক অধিনায়ককে। এ পাঁচ সাবেক অধিনায়কই বিসিবির সঙ্গে সম্পৃক্ত। তারা হলেন- তিন বোর্ড পরিচালক আকরাম খান, নাঈমুর রহমান ও খালেদ মাহমুদ। ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারও। এছাড়া ছিলেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয় জানান, নানা বিষয় উঠে এসেছিল। বিসিবির এ পরিচালক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সেখানে সবাই যার যার মত দিয়েছেন। এটা (ওয়েস্ট ইন্ডিজ সিরিজ) আলোচনায় আসছে, আসাটাই স্বাভাবিক। কার চোখে কী ধরা পড়েছে, কার মাথায় কী এসেছে, কী করলে ভালো হতো? আরও ভালো উন্নতি করতে পারতাম- এ ধরনের আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে আপনারাও করেন এই ধরনের আলোচনা।’
তিনি বলেন, ‘এর আগের কিছু সিরিজ, বাংলাদেশ দলের ব্যাপার ছিল। সেখানে আমাদের ডেভেলপমেন্ট, এইচপি (হাই পারফরম্যান্স), সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক সিরিজ, সবকিছু নিয়েই কথা হয়েছে।’
বৈঠকের পর বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান জানান, মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতার কারণ নিয়েই আলোচনা করেছেন তারা। তিনি বলেন, ‘বিসিবি সভাপতি আমাদের কাছে জানতে চেয়েছেন, কেন আমরা টেস্টে ভালো খেলতে পারলাম না, কী সমস্যা ছিল। তাছাড়া সামনে নিউজিল্যান্ড সফর। সেটা নিয়েও আলোচনা হয়েছে’।
আগামী ২৮ ফেব্রুয়ারি তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। সভাগুলোতে এই সিরিজ নিয়েও আলোচনা হয়েছে।
এমএইচ/এফআর