সাকিব-মুস্তাফিজদের আইপিএল নিলামে আকর্ষণের কেন্দ্রে জাহ্নবী

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারটা বেশ রমরমা। তাতে জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইলিএলের আগামী আসরের জন্য ১৮ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে নাম আছে বাংলাদেশি ৪ জন ক্রিকেটারের। সেখানে বাকিদের থেকে আলাদাভাবে চোখ থাকবে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের উপর। এবারের আইপিএলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন জাহ্নবী মেহতা।
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেহতা। সে সুবাদে আইপিএলের সরব উপস্থিতি জুহির। সঙ্গে থাকেন তাদের কন্যা জাহ্নবী। প্রতিবার আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠা বিডার হিসেবে দেখা যায় তাকে। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি। সঙ্গে বাড়তি দায়িত্বে দেখা যাবে জাহ্নবীকে। কেকেআর শিবিরের ভেতর-বাহিরের নানা খবর দিতে দলের সোশ্যাল মিডিয়া সামলানোর দায়িত্ব পেয়েছেন জাহ্নবী।
আইপিএলের ১৪তম আসর শুরুর দিনক্ষন চূড়ান্ত না হলেও আজ বৃহস্পতিবার চেন্নাইয়ে বসবে নিলাম অনুষ্ঠান। এবারই প্রথম চেন্নাইয়ে হবে আইপিলের নিলাম। শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। স্বল্প পরিসরে হওয়া নিলামে ১১৪ জন ক্রিকেটারের মধ্যে থেকে ডাকে উঠবে ২৯২ জন ক্রিকেটারের নাম।
যেখানে ভারতের স্থানীয় খেলোয়াড় থাকবেন ১৬৪ জন। এছাড়াও ১২৫ জন বিদেশি ও ৩ জন আইসিসির সহযোগি দেশের ক্রিকেটার। তবে পূর্ণাঙ্গ নিলাম না হওয়ায় তালিকার থাকা ক্রিকেটারদের বড় অংশই দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন সর্বসাকুল্য ৬১ জন ক্রিকেটার।
আইপিএলের ১৪তম আসরের নিলামে উঠবে বাংলাদেশের ৪ জন ক্রিকেটারের নাম। সাকিব-মুস্তাফিজদের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। বরাবরের মতো এবারও সাকিবের দিকে বাড়তি আকর্ষণ থাকবে দলগুলোর। সাকিবকে দলের পাওয়ার দৌড়ে নামবে কলকাতা, পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স, রাজস্থানের মতো দলগুলো।
নিলামের আগে দলের মূল অস্ত্র আন্দ্রে রাসেলের চোট প্রবণতা ভাবাচ্ছে কেকেআরকে। সুনীল নারিনের ওপেনার হিসেবে ব্যর্থতারও মাশুল দিতে হচ্ছে। এই দুই অলরাউন্ডারের জায়গা পূর্ণ করতে সাকিবের দিকে তকিয়ে শাহরুখ খানের দল। অভিজ্ঞ অলরাউন্ডারের অভাব পাঞ্চাব শিবিরে। সাকিব না হলে রিয়াদ, একজনকে পেতে চাইবে দলটি। ভালোমানের বাঁহাতি পেসারের অভাব দিল্লি ক্যাপিটালসে। মুস্তাফিজকে তারা ভাবনায় রেখেছে।
বাংলাদেশি ৪ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব। তার ভিত্তিমূল্য ২ কোটি রূপি। আলাদা আলাদা ক্যাটিগরিতে থাকা মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা ধরা হয়েছে ১ কোটি রূপি। মাহমুদউল্লাহ রিয়াদের বেস প্রাইস ৭৫ লাখ রূপি এবং সাইফউদ্দিন ৫০ লাখ রূপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।
টিআইএস/এনইউ