১৪ বছর পর বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বৈরথ

ইন্দোনেশিয়ার বান্দুংয়ে বুধবার ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলবেন জামালরা। সেই ম্যাচের জন্য ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন ৯ হাজার টিকিট ছেড়েছে। এর প্রায় সবই বিক্রি হয়েছে।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ১৫ হাজার হলেও করোনা পরবর্তী সময়ের জন্য ১০ হাজারের কম টিকিট বিক্রি করেছে তারা। স্থানীয় সংবাদ মাধ্যমে জানতে পারলাম, ম্যাচের টিকিট নাকি শেষ। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৮ সালে। এক যুগের বেশি সময়ের পর বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কাছে ম্যাচটি এশিয়া কাপের প্রস্তুতি, আমরা এই ম্যাচের মাধ্যমে মালয়েশিয়ার জন্য নিজেদের আরও প্রস্তুত করব।
অধিনায়ক জামাল ভুইয়া এ ম্যাচের মাধ্যমে নিজেদের যাচাইয়ের ক্ষেত্র হিসেবে দেখছেন, ইনজুরির জন্য অনেকে দলের সঙ্গে নেই। যারা আছেন তাদের নিয়ে পরিকল্পনা সাজাতে সহজ হবে কোচের।
বুধবার ম্যাচ খেলে তারপরের দিন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন জামালরা। কুয়ালামাপুরে ৮-১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ে তিন ম্যাচে বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কেমেনিস্তানের মুখোমুখি হবে।
এজেড/ওএফ