দলে চমক নিয়ে ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

সাজ্জাদ হোসেনের জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা রূপকথার মতো। নবীব নেওয়াজ জীবন দেরিতে ক্যাম্পে আসায় তার বদলে ডাক পান সাইফ স্পোর্টিংয়ের ফরোয়ার্ড। আকস্মিক ডাক পাওয়া সাজ্জাদের আজ জাতীয় দলে অভিষেক হচ্ছে।
কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে কোচ হ্যাভিয়ের তাকে একাদশে রেখেছেন। আজ বুধবারের ম্যাচে বাংলাদেশের অভিষিক্ত ফুটবলার একজনই। কোচ হ্যাভিয়ের গোলরক্ষক জিকোকেই গোলপোস্টের নিচে বেছে নিয়েছেন। রক্ষণে রয়েছেন বিশ্বনাথ, রিমন, টুটুল ও ইয়াসিন আরাফাত।
ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছেন দুই জন জামাল ভূঁইয়া ও আতিকুর রহমান ফাহাদ। তার সাথে দুই উইংয়ে থাকবেন বিপলু ও রাকিব। মাঝে ফরোয়ার্ড হিসেবে খেলবেন ইব্রাহিম ও সাজ্জাদ।
আজকের ফিফা প্রীতি ম্যাচ খেলে আগামীকাল ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ৮ থেকে ১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের।
বাংলাদেশের একাদশ:
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক),
বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত,
বিপলু আহমেদ, জামাল ভূূঁইয়া (অধিনায়ক), আতিকুর রহমান ফাহাদ,
রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও সাজ্জাদ হোসেন।
এজেড/এটি