ভ্যাকসিন নিলেন তামিম, আহ্বান জানালেন সবাইকে

প্রাণঘাতি করোনাভাইরাসের টিকা নিতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফরের দলে যারা থাকবেন, শুরুতে তাদের অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকা দিচ্ছে। বৃহস্পতিবার সকাল গড়াতেই ক্রিকেটার, বিদেশি কোচিং স্টাফ আর টিম ম্যানেজমেন্টসহ টিকা নিয়েছেন মোট ২৮ জন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চলছে এই টিকাদান কর্মসূচি চলছে। নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন সকালে টিকা নিতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে যান ক্রিকেটার ও কোচিং স্টাফরা। প্রথমে টিকা নেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
টিকা নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক তামিম ইকবাল। জানালেন, 'এখানকার পরিবেশ খুব সুন্দর। ভ্যাকসিন নিয়েছি, কোনো সমস্যা হয়নি। ভ্যাকসিন নিতে সবাইকে আহ্বান জানাচ্ছি আমি।' এর আগেই গত সোমবার টিকা নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২০ মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই বাংলাদেশের। ২৩ ও ২৬ মার্চ ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে সিরিজের পরের দুই ম্যাচ। ২৮ মার্চ সিরিজের প্রথম টি-টুয়েন্টি হ্যামিল্টনে। নেপিয়ার ও অকল্যান্ডে ৩০ মার্চ ও ১ এপ্রিল সিরিজের শেষ দুটো টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের।
এটি/এনইউ