অটিজম শিশুদের সাঁতার আনন্দ

পুলের পানি দেখেই বাচ্চাদের চোখে-মুখে শিহরণ। কেউ দেখেই ঝাঁপ দিতে চাইল। আবার কেউ পানিতে নামতেই চায়নি। অটিজম শিশুদের মানসিক বিকাশ ও সামাজিকতা বৃদ্ধির লক্ষ্যে অটিজম স্পোর্টস ক্লাব সাঁতার প্রশিক্ষণ শুরু করেছে। এই প্রশিক্ষণের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্নদের প্রশংসা করে বলেন, ‘আমাদের দেশের প্রতিবন্ধীরা অত্যন্ত মেধাবী। বিভিন্ন সময়ে প্যারালিম্পিক ও স্পেশাল অলিম্পিকসের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। আন্তর্জাতিক অঙ্গনে পদকের দিক থেকে বিশেষ চাহিদা সম্পন্নরা স্বাভাবিক ক্রীড়াবিদদের চেয়ে কোনো অংশ কম সফল নয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আরো বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক উন্নয়নের মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতধারার সাথে একীভূত করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাভারে প্রায় ১২ (বার) একর জমির উপর প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবনের পার্শ্বে ৪.১৬ একর জমিতে প্রতিবন্ধীদের খেলার মাঠ উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ আইভী রহমান সুইমিংপুলে অটিজম শিশুদের লাইফ জ্যাকেট পরিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশ সাতার ফেডারেশন এই অটিজম শিশুদের মানসিক বিকাশে সাথে থাকবে বলে জানান সাধারণ সম্পাদক, ‘এ রকম একটি উদ্যোগ নিঃসন্দেহে দারুণ। আমরা অবশ্যই এর পাশে রয়েছি।’
আজকের অনুষ্ঠানে ‘সঙ্গে আছি’ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ হোসেন কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিবিএলের এমডি কাজী আলমগীর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, সঙ্গে আছি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু নাছের রাজিব, সদস্য কাজী আজিজুল ইসলাম ও বাংলাদেশ অটিজম স্পোর্টস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক চঞ্চল।
এজেড/এইচএমএ