চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শঙ্কায় রিয়াল

আগের লেগে চোট আর অসুস্থতায় মূল একাদশের বেশির ভাগ ফুটবলারকে পায়নি শাখতার দোনেৎস্ক। অনেকটা ভাঙাচোড়া দল নিয়ে ওই ম্যাচে মাঠে নেমেছিল তারা। তবুও সেবার রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছিল ইউক্রেনের দলটি। এবার দ্বিতীয় লেগেও রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে শাখতার।
এতে তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকেই ১৩ বারের ইউরোপ সেরা রিয়ালের বাদ পড়ার শঙ্কা। জিনেদিন জিদানের শিষ্যদের জন্য সমীকরণটা সহজই ছিল। জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে পৌঁছে যেত দলটি, ড্র করলেও জোড়ালো সম্ভাবনা থাকতো। তবে হেরে যাওয়ায় তাদের আগামীর পথটা বেশ কঠিনই হয়ে গেল।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মুখোমুখি হয় রিয়াল ও শাখতার। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের। করিম বেনজেমার গোলমুখে বাড়ানো বলে মার্কো আসেনসিওর শট পোস্টে লাগায় সেটি সম্ভব হয়নি। এরপর একাদশ মিনিটে ডি-বক্সের মুখ থেকে গোলরক্ষক বরাবর শট করে সুযোগ নষ্ট করেন বেনজেমা।
ম্যাচের ৩০ মিনিটের সময় আরেকটি ভালো সুযোগ হারান আসেনসিও। তার জোরালো শট এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। এরপর প্রথমার্ধে শাখতারের জমাট রক্ষন ও প্রবল বৃষ্টিতে নিজেদের ছন্দ হারায় রিয়াল।
বিরতির পর কিছুটা আক্রমনের চেষ্টা চালায় শাখতার। ৫৭তম মিনিটে রিয়ালের দুই ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি ও রাফায়েল ভারানের ব্যর্থতায় বল পেয়ে যান ডেন্টিনহো, সেটি কেবল দেখছিলেন ভারানে। তাই খুব সহজেই ঠাণ্ডা মাথার শটে বল জালে জড়ান ডেন্টিনহো।
এরপর ম্যাচের ৮২তম মিনিটে দারুণ এক গোল করেন ইসরায়েলের মিডফিল্ডার মানোর সলোমোন। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে হার নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ফিরে রিয়াল।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হবে রিয়াল-বরুশিয়া ও ইন্টার-শাখতার। তাদের সবার সামনেই সুযোগ থাকছে শেষ ষেলোতে খেলার, একই সঙ্গে আছে বাদ পড়ার শঙ্কাও।
এমএইচ